Wednesday, August 27, 2025

পাইপ লাইন ফুটো করে ৪০০ কোটির তেল চুরি! কলকাতায় গ্রেফতার অয়েল মাফিয়া

Date:

এ যেন একেবারে পুকুর চুরি! রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন ফুটো করে অভিনব কায়দায় চুরির অভিযোগ! গোটা দেশে ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের তেল চুরি করে ব্যবসা ফেঁদে বসেছিল একটি আন্তঃরাজ্য চক্র। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের জালে সেই চক্রের পান্ডা। কলকাতা থেকে গ্রেফতার হলে অয়েল মাফিয়া সন্দীপ গুপ্তা ওরফে স্যান্ডি।

কলকাতা পুলিশের সহযোগিতায় গুজরাত পুলিসের সুরাত ক্রাইম ব্রাঞ্চ স্যান্ডিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, চোরাই তেলের ব্যবসা সূত্রেই সম্প্রতি মহেশতলায় এসেছিল সন্দীপ। খবর পেয়ে শহরে হানা দেয় সুরাত ক্রাইম ব্রাঞ্চ।

জানা গিয়েছে, সন্দীপ হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা। কিন্তু এই অয়েল মাফিয়া গুজরাত, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সাম্রাজ্য বিস্তার করেছিল। ২০০৬-০৭ সাল থেকে এই কারবার ফেঁদে বসেছিল সে। এর আগে রাজস্থানে গ্রেফতার হয়েছিল সন্দীপ। জামিনে ছাড়া পেয়ে ফের পুরনো কারবারে নেমে পড়ে।

প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নবরত্ন তেল সংস্থার ২২টি পাইপলাইনের কাছে এমন তেল চুরির কারবার ফেঁদে বসেছিল এই গ্যাং। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বর্তমানে রাজস্থানের মাউন্ট আবু এবং পশ্চিমবঙ্গের বর্ধমানের দিকে নজর দিয়েছিল তারা। অতীতে রাজস্থানের আলোয়ার, চিতোরগড়, ভরতপুর, হরিয়ানার সোনেপত, রোহতাস, গুজরাতের মোরবি, খেড়া, এমনকী এরাজ্যের বর্ধমানেও গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ। রহস্যজনক কারণে কোনওবারই বেশি দিন জেলে আটকে রাখা যায়নি এই তেল মাফিয়াকে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version