Saturday, November 8, 2025

বেঙ্গালুরু থেকে গ্রেফতার এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র

Date:

অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেুফতার হলেন এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত বহু চর্চিত শঙ্কর মিশ্রকে। গতকাল, শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম। গতকাল রাতেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অন্তরালেই ছিল শঙ্কর মিশ্র। গ্রেফতারি এড়াতে বারবার নিজের জায়গা বদল করছিল সে। এদিকে পুলিশের কাছে খবর ছিল, তাঁকে শেষবার বেঙ্গালুরুতে দেখা গিয়েছে। তারপরই শঙ্করকে ধরার জন্য জাল পাতে পুলিশ।

সপ্তাহ ছয়েক আগে নিউইয়র্ক থেকে দিল্লি ফেরার পথে মাঝ আকাশে ওই ঘটনা ঘটে। শঙ্কর মিশ্র মদ্যপ অবস্থায় এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে লেখা বৃদ্ধার চিঠি প্রকাশ্যে আসে। শুরু হয় শোরগোল। ঘটনার পর পুলিশে অভিযোগ না জানানোয় বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। অভিযুক্তের খোঁজে দু’টি টিম মাঠে নামায় পুলিশ। তার মধ্যে একটি টিম ছিল বেঙ্গালুরুতে। অন্য টিমটি মুম্বইয়ে। অবশেষে গতকাল রাতে সাফল্য পায় বেঙ্গালুরুর টিমটি।

এদিকে শঙ্কর যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তাঁর নামে “লুক আউট সার্কুলার” জারি করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতরের দাবিতে ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া ও পুলিশকে নোটিশও পাঠায় দিল্লি মহিলা কমিশন। পুলিশে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, অনিচ্ছা সত্ত্বেও শঙ্করের সঙ্গে বিবাদ মিটিয়ে নিতে তাঁকে বাধ্য করা হয়েছে । যদিও এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন গা-ঢাকা দিয়ে থাকা শঙ্কর মিশ্র। তাঁর দাবি, বিষয়টির নিষ্পত্তি আগেই হয়ে গিয়েছে। দাবি মতো ক্ষতিপূরণও পেয়েছেন ওই বৃদ্ধা। পেটিএমের মাধ্যমে সেই টাকা পান তিনি। কিন্তু প্রায় একমাস পর তাঁর মেয়ে সেই টাকা ফিরিয়ে দেন। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করেছে তাঁর সংস্থা, ওয়েলস ফার্গো। শঙ্করের এই বিবৃতির মধ্যেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে তাঁর সংস্থা। ওয়েলস ফার্গো নামে ওই সংস্থার তরফে এদিন বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version