Thursday, August 21, 2025

ফের সোনারপুরের খেয়াদায় বো*মাবাজি! ছেঁড়া হল মমতার ছবি-ব্যানার, গ্রেফতার ৩  

Date:

বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সোনারপুর (Sonarpur)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি, তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police)। তাঁদের জিজ্ঞাসাবাদ (Interogation) করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানাভূতিয়া এলাকায় পরপর দুটি বোমা ছোঁড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে কী কারণে বোমাবাজির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। বারবার উত্তপ্ত হয়ে উঠছে সোনারপুর।

তবে এই প্রথম নয়, এর আগেও সোনারপুরের খেয়াদায় বোমা ছোঁড়ার ঘটনা প্রকাশ্যে আসে। দুর্ঘটনায় ৫ নাবালক গুরুতরভাবে জখম হয়। নরেন্দ্রপুরের খেয়াদহ ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল ৫ নাবালক। অভিযোগ, মাঠের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বোমা মজুত করছিল দুষ্কৃতীরা। খেলতে খেলতে ওই ঘরের কাছে চলে যায় তারা। দুষ্কৃতীরা তাদের সেখান থেকে তাদের চলে যেতে বলে।

অভিযোগ, কথা না শোনায়, বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পরে  রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে ৫জন। তাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version