Sunday, November 9, 2025

বিতর্ক-গুজব পিলারে জড়িয়ে বাংলাদেশ সরকারের উন্নয়নের ‘শ্রেষ্ঠ বিজ্ঞাপন’ পদ্মা সেতু

Date:

জয়িতা মৌলিক, ঢাকা, বাংলাদেশ

পদ্মার ইলিশ হোক বা পদ্মা নদীর মাঝি, ভূপেন হাজারিকার গান কিংবা জলবণ্টন চুক্তির আলোচনা- পদ্মার সঙ্গে বাঙালির নানা সেন্টিমেন্ট জড়িয়ে। এবার সেই পদ্মার উপর ব্রিজ। বাংলাদেশের গর্ব। আর আগামী নির্বাচনে শাসকদলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন। তবে, বিতর্ক আর গুজব এই ব্রিজের পিছু ছাড়েনি।

৬.১৫ কিলোমিটার এই ব্রিজ চলে গিয়েছে পদ্মার বুক চিরে। মোট পিলারের সংখ্যা ৪২টি। তৈরি করেছে মূলত চিনা সংস্থা। গত বছর ২৫ জুন এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিজে ওঠার মুখেই ডান দিকে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুরাল। ঘন কুয়াশার কারণে বছরের এই সময়টা পদ্মা সেতুর আশপাশের দৃশ্যমানতা অত্যন্ত কম তবে স্পষ্ট দেখা গিয়েছে নানাচোর আর সেই চরে গড়ে উঠেছে বসতবাড়ি, সেনা ছাউনি থেকে শুরু করে বাগান। পদ্মা সেতুতে মাঝারি গাড়ির জন্য টোল ফি তেরশো টাকা। আর বাসের জন্য ৫০০০ টাকা।

আগামী নির্বাচনের এটাকেই উন্নয়নের শ্রেষ্ঠ নির্দশন বলে তুলে ধরতে চায় আওয়ামিলিগ। তবে, এর সাথে জড়িয়ে আছে বিতর্ক। বিএনপি-সহ অন্যান্য বিরোধীদের মতে, এই ব্রিজের কাজের বরাত নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। হয়েছে স্বজনপোষণ। শাসকদলের ঘনিষ্ঠরাই কাজের সুযোগ পেয়েছেন। এমনকী, নেতা-নেত্রীদের আত্মীয়রাও আছে তালিকায়। আর সেটি ঘিরেই হয়েছে দুর্নীতি। প্রচুর টাকা নয়ছয় হয়েছে।

তবে, এই কথা মানতে নারাজ শাসকদল আওয়ামি লিগ। তাদের মতে, বাংলাদেশের মাইলস্টোন পদ্মা সেতু। বিরোধীরা উন্নয়নের পরিপন্থী বলেই এই ধরনের বিতর্ক ছড়াচ্ছে।

তবে, শুধু বিতর্কই যে জড়িয়ে আছে তা নয়, পদ্মা সেতু তৈরির সময় থেকেই রটেছে বিভিন্ন গুজব। হঠাৎ করে রটে এই সেতু নির্মাণ করতে নাকি শ্রমিকদের মাথা লাগবে। ফলে শ্রমিক অপহরণ করা হচ্ছে! এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ায়, বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে মানুষকে চোরধরা সন্দেহে মারধর করা হয়েছে। পাশাপাশি, কাজের জন্য শ্রমিকও পেতে অসুবিধা হয় নির্মাণকারী সংস্থার। শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ভুয়ো খবর ছড়ানো থেকে মানুষকে আটকানো হয়েছিল। তবের এইসব সত্ত্বেও গাড়ি চলাচলের রাস্তা, রেললাইন, গ্যাস পাইপ লাইন- সব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে পদ্মা সেতু। ভাবটা এমন, “তার গায় লাগে না ধুলো (বিতর্ক)”।

আরও পড়ুন- কলকাতায় চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! ভাইরাল চাকরির বিজ্ঞাপন

 

 

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version