Wednesday, November 12, 2025

দিল্লি দুর্ঘটনায় মৃ*ত অঞ্জলির পরিবারকে আর্থিক সাহায্য শাহরুখের

Date:

নববর্ষের ভোরে দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনায়(Accedent) মৃত্যু হয়েছে অঞ্জলি সিংয়ের(Anjali Singh)। তাঁর মৃত্যুতে অকুল পাথারে পড়েছে তাঁর পরিবার। এহেন অসহায় পরিস্থিতিতে মৃত অঞ্জলির পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের কিং শাহরুখ খান(Saharukh Khan)। নিজের ফাউন্ডেশন থেকে অঞ্জলির পরিবারকে সাহায্য পাঠিয়েছেন বলিউডের কিং খান।

বছরের শুরুর দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি (Delhi hit and run)। সুলতানপুরীতে গাড়ির নিচে পা আটকে যাওয়ায় প্রায় ১০-১২ কিলোমিটার রাস্তা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পৌঁছে গিয়েছিলেন অঞ্জলি সিং নামের ২০ বছরের তরুণী। যে ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় অবস্থা বাড়ির সদস্যদের। এমন পরিস্থিতিতেই তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ খান। যদিও কত টাকা সাহায্য পাঠানো হয়েছে তা গোপন রাখা হয়েছে সংস্থার তরফে।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতিতে এই ফাউন্ডেশনটি গড়েছিলেন শাহরুখ। নানা আপদে-বিপদে মহিলাদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য এই সংস্থার। অঞ্জলির পরিবারের দৈনন্দিন প্রয়োজন থেকে তাঁর মায়ের চিকিৎসার খরচের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা সুনিশ্চিত করছে শাহরুখের সংস্থা। প্রসঙ্গত, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি করেই পরিবারের রুটিরুজি জোগাড় করতে হত অঞ্জলিকে। সে রোজগারও নিয়মিত ছিল না। কখনও ৫০০, কখনও ২ হাজার টাকা মায়ের হাতে তুলে দিতেন তিনি। তাঁর স্বপ্ন ছিল বিউটিশিয়ান হওয়া এবং নিজের পার্লার খোলা। পুলিশ সূত্রের দাবি, ঘটনার দিনও একটি হোটেলের পার্টিতে কর্মরত ছিলেন অঞ্জলি।

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version