Wednesday, November 12, 2025

ঘন কুয়াশার জেরে মর্মা*ন্তিক দুর্ঘটনা! দার্জিলিং যাওয়ার পথে মৃ*ত নদিয়ার ২ পর্যটক

Date:

ঘন কুয়াশায় (Fogg) বিপত্তি। দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল ২ পর্যটকের। শনিবার সকালে গাড়িতে দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার কাছে ট্রাকের পিছনে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর জখম হন আরও ৫ জন।

পুলিশ সূত্রে খবর, মৃত গনেশ সরকার ও রানা চক্রবর্তীর বাড়ি নদিয়ায় (Nadia)। আহতরা হলেন অতনু ঘোষ (৩৮), নিরঞ্জন সরকার (৩২), সুধীর বিশ্বাস (৫১), তমাল সরকার (৬৫) ও গাড়ির চালক অক্ষয় দাস। সকলেই নদিয়ার তাহেরপুরের বাসিন্দা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ভর্তি করায় পুলিশ। পাশাপাশি ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে শিলিগুড়ির বিধাননগর থানার পুলিশ।

জানা গিয়েছে, নদিয়া থেকে ৬ জনের একটি দল দার্জিলিং বেড়াতে যাচ্ছিল। চালক-সহ ৭ জন ছিলেন গাড়িতে। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির বিধাননগর এলাকার ফাঁসিদেওয়ার সঈদাবাদের কাছে গাড়িটি একটি লরির (Truck) পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার বিষয়টি সামনে আসতেই স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ সূত্রে খবর, গাড়িটি যে লরিটিকে ধাক্কা মেরেছে সেই লরির চাকা ফেটে যাওয়ায় তা সেখানে দাঁড়িয়ে পড়ে। লরিচালক জানায়, মালদহ থেকে লরিটি মাটিগাড়ি যাচ্ছিল। চাকা ফেটে যাওয়ায় তা বদলানোর জন্য দাঁড় করানো হয়েছিল। এরপরই ছোট গাড়িটি এসে তাতে সজোরে ধাক্কা মারে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত (Seized) করেছে।

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version