Thursday, November 6, 2025

ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম‍্যাচ, শুরু টিকিট বিক্রি

Date:

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের ম‍্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচটি হতে চলছে ক্রিকেটের নন্দনকাননে। আর সেই ম‍্যাচেরই শুরু হয়ে গেল টিকিট বিক্রি। এই ম‍্যাচকে কেন্দ্র করে এক বিশেষ পরিকল্পনা সিএবি-র।

এদিন এই নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,” ১২ জানুয়ারি ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কা যে ম্যাচ রয়েছে, তার মাঝে একটা লেজার শোয়ের আয়োজন করা হয়েছে। ইনিংসের মাঝে ৬ থেকে ৭ মিনিটের একটা শো হবে। নতুন আলো লাগানোর পর ইডেনে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে লেজেন্ডদের ম্যাচে লেজার শো হয়েছিল। দেখে নেওয়া হয়েছিল সেখানে একবার।”

এর পাশাপাশি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,”ইডেনের লোয়ার টায়ারে নতুন বসার জায়গা হয়েছে। বাকেট সিট বসানো হয়েছে। প্রেস বক্স নতুন করে তৈরি করা হচ্ছে। ৯০ শতাংশ কাজ হয়ে যাবে। মিডিয়া সেন্টারের কাজ চলছে। এই ম্যাচের আগে ৫০ শতাংশ কাজ হয়ে যাবে। বাকিটা পরে হবে।”

এদিকে ১২ জানুয়ারি ম‍্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইন এবং কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-২০ সিরিজ ইতিমধ্যে পকেটে পুরেছে ভারতীয় দল। একদিনের ক্রিকেটে দলে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাই এই ম‍্যাচ ঘিরে যে সাধারণ মানুষের চাহিদা তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:সফল নেতৃত্ব, অধিনায়ক হিসাবে সাফল্যের পিছনে নেহরারকে কৃতিত্ব দিলেন হার্দিক

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version