Monday, August 25, 2025

সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন প্রজ্ঞা, শাস্তির দাবিতে খোলা চিঠি শতাধিক প্রাক্তন আমলার

Date:

নিজের মন্তব্যে লাগাতার সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন বিজেপি সাংসদ(BJP MP) প্রজ্ঞা ঠাকুর(Pragya Thakur)। তাঁর মন্তব্যের জেরে দেশে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। এহেন পরিস্থিতিতে হিন্দুত্ববাদি ওই নেত্রীর শাস্তির দাবিতে একযোগে খোলা চিঠি লিখলেন শতাধিক প্রাক্তন আমলা(Bureaucrats)। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁদের আবেদন এই সাংসদের(Parliament Membar) বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।

সম্প্রতি কর্ণাটকে হিন্দু জাগরণ মঞ্চের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিয়েছিলেন প্রজ্ঞা। তাঁর মন্তব্যে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। এই মন্তব্যের নিন্দা করে, একইসঙ্গে প্রজ্ঞার শাস্তির দাবিতে খোলা চিঠি লিখলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ, প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন-সহ মোট ১০৩ জন প্রাক্তন আমলা। খোলা চিঠিতে তাঁরা বলছেন, প্রজ্ঞার এই মন্তব্য অহিন্দু জাতির মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশে করা। সংসদ দেশের আইন প্রণয়ণ করে। সুতরাং, সংসদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। আইনসভার কোনও সদস্য এভাবে সংবিধান ভঙ্গ করতে পারেন না।

উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকে হিন্দু জাগরণ মঞ্চের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রজ্ঞা বলেন, প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে। কেউ যদি জোর করে কারও ঘরে ঢুকে পড়ে, তবে অনুপ্রবেশকারীকে প্রতিহত করে জবাব দেওয়ার অধিকার নিশ্চিতই আছে সকলের। তাই হিন্দু সম্প্রদায়ের উচিত ঘরে যেন ধারালো অস্ত্র রাখা। নিদেনপক্ষে একটা সবজি কাটার ছুরি যেন থাকে। কেননা কখন কী পরিস্থিতি তৈরি হয় তার ঠিক নেই। অবশ্য প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়, কখনও তিনি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন, আবার কখনও জেহাদি দমনে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দেন। অথচ এখনও পর্যন্ত কোনওরকম শাস্তি ছাড়াই দেশের আইনসভার সদস্য হয়ে বসে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে প্রাক্তন আমলাদের অনুরোধ, প্রজ্ঞার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। নিদেনপক্ষে বিষয়টি সংসদের এথিক্স কমিটিতে পাঠানো হোক।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version