Saturday, November 8, 2025

আমতায় ‘খু*ন’ তৃণমূল কর্মী! দোষীদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Date:

Share post:

বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর (TMC Worker) মৃতদেহ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্দে, বয়স ৩৮ বছর। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ (Missing) থাকার পর রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে লাল্টুর দেহ উদ্ধার হয়। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএম (CPIM) ও বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কর্মীকে খুন করেছে।

পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের (Arrest) দাবিতে রবিবার সকাল থেকেই আমতা রানিহাটি রোডে (Amta Ranihati Case) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Uluberia Medical College and Hospital) ময়না তদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পেশায় টোটো চালক তথা তৃণমূল কর্মী লাল্টু শনিবার দিদির বাড়িতে বাইক রাখার জন্য রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরোয়। এরপর শনিবার রাতে আর বাড়ি ফেরেনি লাল্টু। শনিবার থেকেই নিখোঁজ ছিল সে। এদিকে ছেলে ফিরে না আসায় বাড়ির লোকেরা লাল্টুর খোঁজ শুরু করে। কিন্তু রাত বাড়লেও লাল্টুর খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজন আমতা থানায় খবর দেন। রবিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে লাল্টুর রক্তাক্ত দেহ উদ্ধার করে আমতা থানার পুলিশ। এদিকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আমতা-রানিহাটি রোডের চন্দ্রপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) জানিয়েছেন, লাল্টু মিদ্দে দলের সক্রিয় কর্মী ছিল। বিজেপি ও সিপিএম আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুন করে এলাকা থেকে পালিয়েছে। এলাকায় কিছু লোক অশান্তি পাকাতে চাইছে। আর সেকারণেই লাল্টুকে খুন করা হয়েছে।

 

 

spot_img

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...