Sunday, August 24, 2025

আমতায় ‘খু*ন’ তৃণমূল কর্মী! দোষীদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Date:

বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর (TMC Worker) মৃতদেহ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্দে, বয়স ৩৮ বছর। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ (Missing) থাকার পর রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে লাল্টুর দেহ উদ্ধার হয়। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএম (CPIM) ও বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কর্মীকে খুন করেছে।

পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের (Arrest) দাবিতে রবিবার সকাল থেকেই আমতা রানিহাটি রোডে (Amta Ranihati Case) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Uluberia Medical College and Hospital) ময়না তদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পেশায় টোটো চালক তথা তৃণমূল কর্মী লাল্টু শনিবার দিদির বাড়িতে বাইক রাখার জন্য রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরোয়। এরপর শনিবার রাতে আর বাড়ি ফেরেনি লাল্টু। শনিবার থেকেই নিখোঁজ ছিল সে। এদিকে ছেলে ফিরে না আসায় বাড়ির লোকেরা লাল্টুর খোঁজ শুরু করে। কিন্তু রাত বাড়লেও লাল্টুর খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজন আমতা থানায় খবর দেন। রবিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে লাল্টুর রক্তাক্ত দেহ উদ্ধার করে আমতা থানার পুলিশ। এদিকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আমতা-রানিহাটি রোডের চন্দ্রপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) জানিয়েছেন, লাল্টু মিদ্দে দলের সক্রিয় কর্মী ছিল। বিজেপি ও সিপিএম আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুন করে এলাকা থেকে পালিয়েছে। এলাকায় কিছু লোক অশান্তি পাকাতে চাইছে। আর সেকারণেই লাল্টুকে খুন করা হয়েছে।

 

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version