দেশের টাইগার স্টেট বলে পরিচিত মধ্যপ্রদেশ। আর সেই রাজ্যেই উঠে এল উদ্বেগের তথ্য।কারণ, ২০২২ সালে সে রাজ্যে ৩৪টি বাঘের প্রাণ গিয়েছে। তার পরেই রয়েছে কর্নাটক। সেখানে ১৫টি বাঘের প্রাণ গিয়েছে। দেশের বাঘ গণনায় এই পরিসংখ্যান উঠে এসেছে। ২০২৩ সালের শেষ দিকে এই পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে জানিয়েছে বন মন্ত্রক।
আসলে খাবার, সঙ্গী, ভালো জায়গার খোঁজে জায়গা পরিবর্তন বাঘের অন্যতম স্বভাব। প্রসঙ্গত, বাঘ সংরক্ষণের জন্য রাজ্য সরকার ২৮, ৩০৬.৭০ লাখ টাকা খরচ করেছে ২০১৮-১৯ সালে। ২০২১-২২ এই বরাদ্দ অর্থের পরিমাণ ১২,৮৮২,৮২ লাখ টাকা।