Monday, November 10, 2025

বেহালা পশ্চিমে ‘দিদির সুরক্ষা কবচ’ সামলাবে ‘যৌথ নেতৃত্ব’, জানাল তৃণমূল

Date:

আর মাত্র ৩ দিন পর কলকাতা সহ জেলায় জেলায় শুরু হচ্ছে দিদির সুরক্ষা কবচ(Didir surakkha Kabach) কর্মসূচি। নিজের নিজের এলাকায় জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি সফল করার বার্তা দিয়েছে তৃণমূলের(TMC) শীর্ষ নেতৃত্ব। আর এখানেই প্রশ্ন উঠেছে বেহালা পশ্চিম কেন্দ্র নিয়ে। এই কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee) বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। রবিবার কর্মসূচি সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার(Debashis Kumar) জানিয়ে দিলেন, ওই কেন্দ্রে কর্মসূচির দায়িত্ব সামলাবে ‘যৌথ নেতৃত্ব’।

রবিবার বেহালার পর্ণশ্রীতে তৃণমূলের সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়েই রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার বলেন, “কেউ বেহালা পশ্চিম থেকে জিতেছেন। বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় জিতেছেন। আমি রাসবিহারী কেন্দ্র থেকে জিতেছি। প্রত্যেকটি জয়ের ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত কোনও কারিশমা নেই। সব জয় এসেছে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রতীক দেখে। দল যখন যাকে দায়িত্ব দেবে তখন সে দায়িত্ব পালন করবে এর বেশি কিছু নয়।” সাংবাদিক বৈঠকে পার্থ প্রসঙ্গ উঠলে দেবাশিস বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তাই সেই সংক্রান্ত বিষয় বাদ দিয়েই কথা বলা হোক।” বিধায়কের অভাবে বেহালা পশ্চিম অঞ্চলের মানুষের নাগরিক পরিষেবা প্রসঙ্গে তিনি আর বলেন, ” বিধায়ক হিসাবে যে কেউ শংসাপত্র বা পরিষেবা দিতে পারেন। এ ক্ষেত্রে দলের অনেক বিধায়ক রয়েছেন। তাই সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। আমিও সেই পরিষেবা দিতে পারি, আবার অন্য কোনও বিধায়কও দিতে পারেন।”

আগামী ১১ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে এই কর্মসূচি শুরু হবে। কিন্তু বেহালা পশ্চিমে কার তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করবে তৃণমূল? এই প্রশ্নের জবাবে দেবাশিস কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, “যৌথ নেতৃত্বের এই অঞ্চলে চলবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version