Friday, November 14, 2025

কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ*তের সংখ্যা বেড়ে ২, আহত অন্তত ৪০

Date:

Share post:

পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হল আহত আরও এক জনের। মৃত ওই বাস যাত্রী বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। মৃতের নাম তরুণ দাস। মৃতের সংখ্যা দাঁড়াল ২।

আরও পড়ুন:ঘন কুয়াশার জেরে মর্মা*ন্তিক দুর্ঘটনা! দার্জিলিং যাওয়ার পথে মৃ*ত নদিয়ার ২ পর্যটক

রবিবার দুপুর তখন, ৩টে ২৫।বেপরোয়ো গতিতে ছুটতে থাকা একটি যাত্রীবোঝাই বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দুর্ঘটনার ছবি। সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল যাত্রীবোঝাই বাসটি। এমনকী প্রচন্ড ঠান্ডার মধ্যে বহু যাত্রী বাসের মাথাতেও চেপে পড়েছিলেন। এদিকে আচমকাই বাসটি বেঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসের মাথায় যারা বসেছিলেন তারাও ছিটকে পড়েন। কয়েকজন বাসের নীচে চাপা পড়ে যান। অনেকেরই মাথা ফেটে গিয়েছে। হাত পা ভেঙে গিয়েছে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২জন হয়। কমপক্ষে ৪০ জন জখম হন।

জানা গিয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম- কাটোয়া রোডে নগর মোড়ে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। প্রচন্ডে শব্দে উল্টে যায় বাসটি। কিছু বোঝার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। অনেকে বাসের জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। এরপর কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। বাসের নীচে যারা আটকে পড়েছিলেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ছাদ থেকে কয়েকজন একবারে ছিটকে পড়েন রাস্তায়। একে একে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...