Sunday, November 16, 2025

টানা ৬ ঘণ্টা জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন কাঁথির আইসি

Date:

কাঁথি পুরসভার (Contai Municipality) টেন্ডার দুর্নীতি (Tender Corruption) মামলায় সিবিআইয়ের (CBI) মুখোমুখি হলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Bishwas)। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছন আইসি অমলেন্দু। সিবিআই (CBI) আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrigation) করার জন্য প্রস্তুত ছিলেন। আর কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে পৌঁছনোর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার প্রায় সাড়ে ছ-ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যদি ডাকা হয় আবার আসব।

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু, নির্দিষ্ট সময়ের আগে সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেওয়ার জন্য নিজাম প্যালেসে পৌঁছন আইসি অমলেন্দু বিশ্বাস। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা আধিকারিকরা। মূলত রাম পণ্ডার বিবৃতির প্রেক্ষিতেই কেন্দ্রীয় গোয়েন্দারা কাঁথি থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এদিন তাঁর সমস্ত বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদার তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাম পণ্ডা। গত ২৭ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় রাম। তারপরই রামের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে ভালবাসার জন্যই তাঁকে ফাঁসানো হচ্ছে।

 

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version