Monday, August 25, 2025

কাঁথি পুরসভার (Contai Municipality) টেন্ডার দুর্নীতি (Tender Corruption) মামলায় সিবিআইয়ের (CBI) মুখোমুখি হলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Bishwas)। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছন আইসি অমলেন্দু। সিবিআই (CBI) আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrigation) করার জন্য প্রস্তুত ছিলেন। আর কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে পৌঁছনোর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার প্রায় সাড়ে ছ-ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যদি ডাকা হয় আবার আসব।

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু, নির্দিষ্ট সময়ের আগে সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেওয়ার জন্য নিজাম প্যালেসে পৌঁছন আইসি অমলেন্দু বিশ্বাস। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা আধিকারিকরা। মূলত রাম পণ্ডার বিবৃতির প্রেক্ষিতেই কেন্দ্রীয় গোয়েন্দারা কাঁথি থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এদিন তাঁর সমস্ত বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদার তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাম পণ্ডা। গত ২৭ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় রাম। তারপরই রামের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে ভালবাসার জন্যই তাঁকে ফাঁসানো হচ্ছে।

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version