Sunday, May 4, 2025

বাংলায় বন্দে ভারতে(Bande Bharat Express) কোনও পাথর বা ইট ছোঁড়া হয়নি। সোমবার রেলের(Indian Rail) তরফে স্পষ্ট করে একথা জানিয়ে দেওয়া হল। তারপরও একটি সংবাদমাধ্যমে এদিন বর্ধমান ঢোকার আগে আপ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বলে প্রচার করা হয়। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সাফ জানিয়ে দেন ‘এদিন আপ বন্দে ভারত এক্সপ্রেসে এমন কোনও ঘটনাই ঘটেনি।’

সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন ‘আমি দায়িত্ব নিয়ে বলছি সোমবার শুধু বর্ধমান ঢোকার আগেই নয়, আপ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা পথের কোথাও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এদিন স্বাভাবিক সময়েই ট্রেনটি চলছে।’ রেলের তরফে স্পষ্টভাবে এই বিবৃতি দেওয়ার পরও পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে বর্ধমান ঢোকার আগে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সমবায়মন্ত্রী অরূপ রায় অভিযোগ জানিয়ে বলেছেন, ‘বিজেপি বাংলাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা রটাচ্ছে। যদিও রেলের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বন্দে ভারতে কোনও পাথর ছোঁড়া হয়নি। এই থেকেই বোঝা যাচ্ছে পুরোটাই চক্রান্ত করে করা হচ্ছে।’

শুধু তাই নয় রবিবার রাতে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশন ছাড়তেই সি-১১ বগিতে পাথর ছোঁড়া হয়েছিল বলে যা প্রচার করা হয়েছিল সেটিও যথাযথ কিনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ওই বগির জানলার কাচের দাগ ও স্ক্র্যাশ্চ আদৌ পাথর ছোঁড়ার জন্য হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি পাথর ছোঁড়ার জন্য হয়নি বলেই মনে করছে রেল। তবে এই ব্যাপারে আরও নিশ্চিত হতে প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করানো হবে। এক্ষেত্রেও পাথর ছোঁড়ার বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হয়ে থাকতে পারে। উত্তর-পূর্ব ফ্রণ্টিয়ার রেল ডিভিশনের সঙ্গে পূর্ব রেলের আধিকারিকরা কথাবার্তা বলে পুরো বিষয়টি ঠিক কি ঘটেছে তা জানার চেষ্টা করছে। এই ব্যাপারে বিহারের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করছেন আরপিএফ অফিসারেরা। ঘটনার তদন্তে বিহার প্রশাসনেয়ও সহযোগিতা চাওয়া হয়েছে। তবে পাথর বা ইট ছোঁড়া না হলেও কেন বারবার এই ধরনের অভিযোগ সামনে আসছে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে রেল দফতর। এর নেপথ্যে কি চক্রান্ত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version