Wednesday, August 27, 2025

আবারও মিথ্যাচার! বাংলায় বন্দে ভারতে পাথর ছোড়া হয়নি, বিবৃতি রেলের

Date:

বাংলায় বন্দে ভারতে(Bande Bharat Express) কোনও পাথর বা ইট ছোঁড়া হয়নি। সোমবার রেলের(Indian Rail) তরফে স্পষ্ট করে একথা জানিয়ে দেওয়া হল। তারপরও একটি সংবাদমাধ্যমে এদিন বর্ধমান ঢোকার আগে আপ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বলে প্রচার করা হয়। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সাফ জানিয়ে দেন ‘এদিন আপ বন্দে ভারত এক্সপ্রেসে এমন কোনও ঘটনাই ঘটেনি।’

সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন ‘আমি দায়িত্ব নিয়ে বলছি সোমবার শুধু বর্ধমান ঢোকার আগেই নয়, আপ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা পথের কোথাও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এদিন স্বাভাবিক সময়েই ট্রেনটি চলছে।’ রেলের তরফে স্পষ্টভাবে এই বিবৃতি দেওয়ার পরও পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে বর্ধমান ঢোকার আগে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সমবায়মন্ত্রী অরূপ রায় অভিযোগ জানিয়ে বলেছেন, ‘বিজেপি বাংলাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা রটাচ্ছে। যদিও রেলের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বন্দে ভারতে কোনও পাথর ছোঁড়া হয়নি। এই থেকেই বোঝা যাচ্ছে পুরোটাই চক্রান্ত করে করা হচ্ছে।’

শুধু তাই নয় রবিবার রাতে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশন ছাড়তেই সি-১১ বগিতে পাথর ছোঁড়া হয়েছিল বলে যা প্রচার করা হয়েছিল সেটিও যথাযথ কিনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ওই বগির জানলার কাচের দাগ ও স্ক্র্যাশ্চ আদৌ পাথর ছোঁড়ার জন্য হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি পাথর ছোঁড়ার জন্য হয়নি বলেই মনে করছে রেল। তবে এই ব্যাপারে আরও নিশ্চিত হতে প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করানো হবে। এক্ষেত্রেও পাথর ছোঁড়ার বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হয়ে থাকতে পারে। উত্তর-পূর্ব ফ্রণ্টিয়ার রেল ডিভিশনের সঙ্গে পূর্ব রেলের আধিকারিকরা কথাবার্তা বলে পুরো বিষয়টি ঠিক কি ঘটেছে তা জানার চেষ্টা করছে। এই ব্যাপারে বিহারের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করছেন আরপিএফ অফিসারেরা। ঘটনার তদন্তে বিহার প্রশাসনেয়ও সহযোগিতা চাওয়া হয়েছে। তবে পাথর বা ইট ছোঁড়া না হলেও কেন বারবার এই ধরনের অভিযোগ সামনে আসছে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে রেল দফতর। এর নেপথ্যে কি চক্রান্ত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...
Exit mobile version