Saturday, May 3, 2025

কাঁথি পুরসভার (Contai Municipality) টেন্ডার দুর্নীতি (Tender Corruption) মামলায় সিবিআইয়ের (CBI) মুখোমুখি হলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Bishwas)। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছন আইসি অমলেন্দু। সিবিআই (CBI) আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrigation) করার জন্য প্রস্তুত ছিলেন। আর কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে পৌঁছনোর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার প্রায় সাড়ে ছ-ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যদি ডাকা হয় আবার আসব।

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু, নির্দিষ্ট সময়ের আগে সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেওয়ার জন্য নিজাম প্যালেসে পৌঁছন আইসি অমলেন্দু বিশ্বাস। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা আধিকারিকরা। মূলত রাম পণ্ডার বিবৃতির প্রেক্ষিতেই কেন্দ্রীয় গোয়েন্দারা কাঁথি থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এদিন তাঁর সমস্ত বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদার তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাম পণ্ডা। গত ২৭ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় রাম। তারপরই রামের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে ভালবাসার জন্যই তাঁকে ফাঁসানো হচ্ছে।

 

 

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version