Tuesday, December 2, 2025

হাওড়া থেকে ধৃত ২ জ*ঙ্গিকে STF অফিসেই জিজ্ঞাসাবাদ NIA-এর

Date:

Share post:

জঙ্গি সন্দেহে গ্রেফতার (Arrest) হাওড়ার (Howrah) দুই যুবককে জেরা NIA-এর। সোমবার রিপন স্ট্রিটে স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর (STF) দফতরে বসেই ধৃতদের জেরা পর্ব শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। সোমবার দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের এসটিএফ কর্তাদের সঙ্গে প্রথমে কথা বলেন ৩ এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, ধৃত দুই সন্দেহজনক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ। এদের উদ্দেশ্য কী ছিল? আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কী না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ (Interrogates) শুরু করেছেন এনআইএ আধিকারিকরা।

জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার করা হয় মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদকে। কলকাতার খিদিরপুর থেকে দুজনকে গ্রেফতার করে এসটিএফ। সাদ্দাম হাওড়ার মুন্সি লেনের বাসিন্দা এবং সইদ হাওড়ার শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের বাসিন্দা।

গত শুক্রবারই গভীর রাতে ধৃতদের নিয়ে তাঁদের বাড়িতে তল্লাশি চালান এসটিএফের আধিকারিকেরা। রাতভর তল্লাশি চলে। লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ি থেকেই ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও এসটিএফ সূত্রে খবর। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দুই যুবকের উপর নজর রাখা হচ্ছিল। ওই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করা হচ্ছে। সে কারণেই দু’জনকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে এসটিএফ। এ বার তাঁদের জেরা করবে এনআইএ।

এদিকে ধৃত দু’জনকে আদালতে তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। খিদিরপুরে যেখান থেকে সাদ্দাম ও সইদকে গ্রেফতার করা হয়েছিল তারা সেখানে সে কী করতে গিয়েছিল, বাইরের রাজ্যের কেউ সেখানে ঢুকেছিল কী না—এবার সেসবই খতিয়ে দেখতে চাইছে এসটিএফ।

 

 

 

 

spot_img

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...