Sunday, November 9, 2025

জঙ্গি সন্দেহে গ্রেফতার (Arrest) হাওড়ার (Howrah) দুই যুবককে জেরা NIA-এর। সোমবার রিপন স্ট্রিটে স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর (STF) দফতরে বসেই ধৃতদের জেরা পর্ব শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। সোমবার দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের এসটিএফ কর্তাদের সঙ্গে প্রথমে কথা বলেন ৩ এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, ধৃত দুই সন্দেহজনক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ। এদের উদ্দেশ্য কী ছিল? আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কী না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ (Interrogates) শুরু করেছেন এনআইএ আধিকারিকরা।

জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার করা হয় মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদকে। কলকাতার খিদিরপুর থেকে দুজনকে গ্রেফতার করে এসটিএফ। সাদ্দাম হাওড়ার মুন্সি লেনের বাসিন্দা এবং সইদ হাওড়ার শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের বাসিন্দা।

গত শুক্রবারই গভীর রাতে ধৃতদের নিয়ে তাঁদের বাড়িতে তল্লাশি চালান এসটিএফের আধিকারিকেরা। রাতভর তল্লাশি চলে। লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ি থেকেই ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও এসটিএফ সূত্রে খবর। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দুই যুবকের উপর নজর রাখা হচ্ছিল। ওই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করা হচ্ছে। সে কারণেই দু’জনকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে এসটিএফ। এ বার তাঁদের জেরা করবে এনআইএ।

এদিকে ধৃত দু’জনকে আদালতে তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। খিদিরপুরে যেখান থেকে সাদ্দাম ও সইদকে গ্রেফতার করা হয়েছিল তারা সেখানে সে কী করতে গিয়েছিল, বাইরের রাজ্যের কেউ সেখানে ঢুকেছিল কী না—এবার সেসবই খতিয়ে দেখতে চাইছে এসটিএফ।

 

 

 

 

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version