Sunday, November 9, 2025

জঙ্গি সন্দেহে গ্রেফতার (Arrest) হাওড়ার (Howrah) দুই যুবককে জেরা NIA-এর। সোমবার রিপন স্ট্রিটে স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর (STF) দফতরে বসেই ধৃতদের জেরা পর্ব শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। সোমবার দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের এসটিএফ কর্তাদের সঙ্গে প্রথমে কথা বলেন ৩ এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, ধৃত দুই সন্দেহজনক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ। এদের উদ্দেশ্য কী ছিল? আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কী না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ (Interrogates) শুরু করেছেন এনআইএ আধিকারিকরা।

জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার করা হয় মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদকে। কলকাতার খিদিরপুর থেকে দুজনকে গ্রেফতার করে এসটিএফ। সাদ্দাম হাওড়ার মুন্সি লেনের বাসিন্দা এবং সইদ হাওড়ার শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের বাসিন্দা।

গত শুক্রবারই গভীর রাতে ধৃতদের নিয়ে তাঁদের বাড়িতে তল্লাশি চালান এসটিএফের আধিকারিকেরা। রাতভর তল্লাশি চলে। লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ি থেকেই ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও এসটিএফ সূত্রে খবর। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দুই যুবকের উপর নজর রাখা হচ্ছিল। ওই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করা হচ্ছে। সে কারণেই দু’জনকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে এসটিএফ। এ বার তাঁদের জেরা করবে এনআইএ।

এদিকে ধৃত দু’জনকে আদালতে তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। খিদিরপুরে যেখান থেকে সাদ্দাম ও সইদকে গ্রেফতার করা হয়েছিল তারা সেখানে সে কী করতে গিয়েছিল, বাইরের রাজ্যের কেউ সেখানে ঢুকেছিল কী না—এবার সেসবই খতিয়ে দেখতে চাইছে এসটিএফ।

 

 

 

 

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version