Tuesday, November 18, 2025

ভাই ও দিদিকে খু*ন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘা*তী যুবক, চাঞ্চল্য বেলঘরিয়ায়

Date:

ভাই ও দিদিকে খুন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল দাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়(Belgharia)। তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ(Police)। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটির ৩৩ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ গুহ রোড এলাকার এক আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন সজল চৌধুরী। তাঁর সঙ্গেই থাকতেন অবিবাহিত দিদি রানু চৌধুরী ও ভাই বিমল। মঙ্গলবার সকালে পুকুরে সজলের দেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে দেশ উদ্ধার করে। এরপর তদন্তে নেমে সজলের ফ্ল্যাটে পুলিশ গেলে দেখা যায় বাইরে থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ দেখে ভিতরে আর দুটি মৃতদেহ রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দিদি ও ভাইকে খুন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সজল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ায় অত্যন্ত মিশুকে ছিল এই পরিবার। চিত্র শিল্পী হিসেবে পরিচিত ছিলেন সজল। এলাকায় বাচ্চাদের আঁকা শেখাতেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চরম আর্থিক সঙ্কট থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন সজল। আর্থিক সংকট থেকেই সজল এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, পারিবারিক কোনও বিবাদ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version