‘ডুবন্ত’ জোশীমঠে ৬৮ বাড়িতে ফাটল! পরিস্থিতি পর্যালোচনায় যাচ্ছে কেন্দ্রীয় দল

0
1

ক্রমশই ডুবছে জোশীমঠ। সোমবার ফের নতুন করে আরও ৬৮টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত করে দ্রুত সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ জারি রেখেছে প্রশাসন। মঙ্গলবারই পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আরও পড়ুন:এনটিপিসি-র জলবিদ্যুৎ প্রকল্পের জেরেই ধ্বংসের মুখে জোশীমঠ!
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। এর আগে গত ৫ এবং ৬ জানুয়ারি জোশীমঠের পরিস্থিতি খতিয়ে দেখে বিশেষজ্ঞদের একটি দল পরামর্শ দিয়েছিল, অবিলম্বে জোশীমঠে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলতে হবে। কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে সেই কাজ শুরু হবে মঙ্গলবার।

ইতিমধ্যেই জোশীমঠে প্রশাসনের ৯টি দল কাজ করছে। ৩ থেকে ৪ সদস্য বিশিষ্ট এই দলগুলি বাড়ি বাড়ি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছে। চিহ্নিত করছে বিপজ্জনক বাড়িগুলিকে। সোমবার সেই দলের সদস্যরা ৯ জোশীমঠের ৪টি পুরসভা এলাকায় নতুন করে ১০০টির বেশি বিপজ্জনক বাড়ি চিহ্নিত করেছেন। অবিলম্বে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জোশীমঠে ভূমি অবনমনের কবলে পড়েছে মোট ৬৭৮টি বাড়ি। বহু পরিবারকে ভিটেমাটি ছেড়ে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নতুন করে আরো ৬৮টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আচমকা ভেঙে পড়েছে বহু বাড়ি। এছাড়াও রাস্তা ও মাঠে চওড়া ফাটল দেখা দেওয়ার জেরে উদ্বেগ আরও বাড়ছে।