ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি পরিচালক অনীক দত্ত

ফুসফুসে সংক্রমণ, তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে পরিচালকের আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা

অসুস্থ পরিচালক অনীক দত্ত। তাঁর দীর্ঘদিনের সিওপিডি সমস্যা রয়েছে। আজ, মঙ্গলবার সকালে সেই সমস্যা নিয়েই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। ফুসফুসে সংক্রমণ, তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে পরিচালকের আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। অনীক দত্ত ঘনিষ্ঠ অভিনেতা জীতু কমলও জানান, “শ্বাসকষ্টের সমস্যা রয়েছে অনীকদার। তবে হাসপাতালে ভর্তি করার পর আপাতত তিনি ভালো আছেন।”

পারিবারিক সূত্রে খবর, গত রবিবারেও একটি অনুষ্ঠানে তাঁর মঞ্চে ওঠানামা করতে খানিক অসুবিধা হচ্ছিল। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। গতকাল, সোমবার রাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে, শ্বাস নিতে পারছিলেন না পরিচালক। তড়িঘড়ি বাড়ির কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক।

Previous articleটি-২০ ফর্ম‍্যাট এখনই ছাড়ছেন না রোহিত, জানালেন স্বয়ং নিজেই
Next articleবকেয়া জট, নতুন বিদেশির নাম ঘোষণা করতে দেরি লাল-হলুদের : সূত্র