Friday, August 22, 2025

দূষণ ছাড়াল সহনশীলতার মাত্রা, উদ্বেগজনক পরিস্থিতিতে দিল্লিতে নিষিদ্ধ পেট্রোল-ডিজেলের এই দু’ধরনের গাড়ি

Date:

হাড়হিম ঠাণ্ডায় এবারও রাজধানী শহর দিল্লির আতঙ্ক হয়ে উঠেছে মাত্রাতিরিক্ত দূষণ। এমন ঘোরতর পরিস্থিতির কথা মাথায় রেখে BS-3 পেট্রোল, BS-4 ডিজেল গাড়ি আগামী শুক্রবার পর্যন্ত আপাতত নিষিদ্ধ করল দিল্লি সরকার। ওই দুই ধরনের গাড়ি ব্যবহারের ফলে বাতাসে পার্টিকুলেট ম্যাটার বাড়ছে হুহু করে। পরে পরিস্থিতির উন্নতি হলে ফের নতুন করে ওই গাড়িগুলি চালানোর অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:দূষণের নিরিখে একে অপরকে টেক্কা দিল্লি-কলকাতার! নয়া রিপোর্টে বাড়ছে উদ্বেগ

গতকাল, সোমবার দিল্লির বাতাসের মান সহনশীলতার মাত্রা বিপজ্জনক সীমায় পৌঁছে যায়। হালকা বাতাস ও তাপমাত্রার অতিরিক্ত পতনের কারণে দূষণ আরও বেড়েছে দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায়। ফলে সরকারকে কোনও কোনও কঠিন পদক্ষেপ নিতেই হতো।

দিল্লির পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, আজ মঙ্গলবার থেকে বিএস-৩ পেট্রোল এবং বিএস-৪ ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে। কারণ রাজধানীয় বাতাসের মান একেবারে নীচে নেমে গিয়েছে। পরিবেশ দফতর-সহ পরিবহণ দফতরও পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে। আপাতত নিষেধাজ্ঞা জারি থাকবে শুক্রবার পর্যন্ত। পরিস্থিতি কিছুটা ভালো হলে শুক্রবার নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গতকাল, সোমবার বিকেল ৪টে পর্যন্ত দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৩৪। সোমবার এই মান ছিল ৩৭১। অর্থাৎ বাতাসের মান গত ২৪ ঘণ্টা আরও খারাপ হয়েছে। সহনশীলতার দিকে থেকে বাতাসের কোয়ালিটি ২০১-৩০০ মধ্যে থাকলে তাকে খারাপ বলা হয়। ৩০১-৪০০ পর্যন্তকে মনে করা হয় খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ পর্যন্ত সীমাকে বলা হয়ে উদ্বেগজনক।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version