Saturday, May 3, 2025

লিখিত আপত্তি জানালো না সিবিআই, হাইকোর্টে বিদেশ যাত্রার অনুমতি কুণালের

Date:

Share post:

তৃণমূল নেতা কুণাল ঘোষকে(Kunal Ghosh) শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। এক অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ জানুয়ারি সিঙ্গাপুর(Singapur) যেতে চান কুণাল ঘোষ। সেইমতো আদালতে আবেদন জানান কুণাল। তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

২০১৭ সালে সারদা মামলায় জামিন পাওয়ার পর জামিনের শর্ত অনুযায়ী সিবিআইয়ের কাছে জমা রয়েছে কুণালের পাসপোর্ট। দীর্ঘ ৬ বছর পর বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন কুণাল। তবে সিবিআই তাঁর আবেদনের বিরোধিতা করে আদালতে সারদা মামলায় বিদেশ যোগের তত্ত্ব তুলে ধরে। বলা হয় বিদেশের বেশকিছু ব্যাঙ্কে সারদার টাকা জমা রয়েছে। যাঁর মধ্যে সিঙ্গাপুরও রয়েছে। পাশাপাশি কুণাল একজন প্রভাবশালী ব্যক্তি। চাইলে তিনি ভারচুয়ালি সিঙ্গাপুরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি বিচারপতিদের বিরুদ্ধে কুণাল মন্তব্য করেন বলে অভিযোগ করে সিবিআই। তবে সিবিআইয়ের আপত্তিতে উড়িয়ে আদালত জানায়, এই মামলা নিয়ে কুণাল কোনও মন্তব্য করেননি। আদালতে মামলার বাইরে কোনও কথা বলবেন না বলে সিবিআই আইনজীবীকে জানান বিচারপতি। একইসঙ্গে বলেন, আবেদনকারীর সাংবিধানিক অধিকার কোনও ভাবেই লঙ্ঘন করা যায় না। মামলাকারী একজন সাংবাদিক। তাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান। টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিং শিক্ষা দিতে যাবেন। উল্লেখ্য, বিদেশযাত্রার বিরোধিতায় কোনও লিখিত আপত্তি জানায়নি সিবিআই।

এরপরই কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) শর্তসাপেক্ষে কুণালের বিদেশ যাত্রার অনুমতি দিয়ে জানায়, আগামী ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল এবং ফিরে আসবেন ৩১ জানুয়ারি। তবে বিদেশযাত্রার আগে কুণালকে বন্ড হিসাবে ৫ লক্ষ টাকা নিম্ন আদালতে জমা দিতে হবে। ফিরে এসে ফের তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা দিতে হবে।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...