Thursday, August 28, 2025

লিখিত আপত্তি জানালো না সিবিআই, হাইকোর্টে বিদেশ যাত্রার অনুমতি কুণালের

Date:

Share post:

তৃণমূল নেতা কুণাল ঘোষকে(Kunal Ghosh) শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। এক অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ জানুয়ারি সিঙ্গাপুর(Singapur) যেতে চান কুণাল ঘোষ। সেইমতো আদালতে আবেদন জানান কুণাল। তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

২০১৭ সালে সারদা মামলায় জামিন পাওয়ার পর জামিনের শর্ত অনুযায়ী সিবিআইয়ের কাছে জমা রয়েছে কুণালের পাসপোর্ট। দীর্ঘ ৬ বছর পর বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন কুণাল। তবে সিবিআই তাঁর আবেদনের বিরোধিতা করে আদালতে সারদা মামলায় বিদেশ যোগের তত্ত্ব তুলে ধরে। বলা হয় বিদেশের বেশকিছু ব্যাঙ্কে সারদার টাকা জমা রয়েছে। যাঁর মধ্যে সিঙ্গাপুরও রয়েছে। পাশাপাশি কুণাল একজন প্রভাবশালী ব্যক্তি। চাইলে তিনি ভারচুয়ালি সিঙ্গাপুরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি বিচারপতিদের বিরুদ্ধে কুণাল মন্তব্য করেন বলে অভিযোগ করে সিবিআই। তবে সিবিআইয়ের আপত্তিতে উড়িয়ে আদালত জানায়, এই মামলা নিয়ে কুণাল কোনও মন্তব্য করেননি। আদালতে মামলার বাইরে কোনও কথা বলবেন না বলে সিবিআই আইনজীবীকে জানান বিচারপতি। একইসঙ্গে বলেন, আবেদনকারীর সাংবিধানিক অধিকার কোনও ভাবেই লঙ্ঘন করা যায় না। মামলাকারী একজন সাংবাদিক। তাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান। টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিং শিক্ষা দিতে যাবেন। উল্লেখ্য, বিদেশযাত্রার বিরোধিতায় কোনও লিখিত আপত্তি জানায়নি সিবিআই।

এরপরই কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) শর্তসাপেক্ষে কুণালের বিদেশ যাত্রার অনুমতি দিয়ে জানায়, আগামী ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল এবং ফিরে আসবেন ৩১ জানুয়ারি। তবে বিদেশযাত্রার আগে কুণালকে বন্ড হিসাবে ৫ লক্ষ টাকা নিম্ন আদালতে জমা দিতে হবে। ফিরে এসে ফের তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা দিতে হবে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...