Friday, May 23, 2025

নিজেদের স্বার্থে রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগী নয় NGOগুলি: বিস্ফোরক বাংলাদেশের তথ্য মন্ত্রী

Date:

জয়িতা মৌলিক, ঢাকা, বাংলাদেশ: রোহিঙ্গাদের নিয়ে যথেষ্ট চাপে বাংলাদেশ। ১৯৭১-এ শরণার্থীদের সমস্যা কী? তা বুঝে ছিল বাংলাদেশ। সেদিন তাদের জন্য দ্বার খুলে দিয়েছিল ভারত। সেকথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এদেশের মানুষ। আর সেই কথা মনে রেখে রোহিঙ্গা শরণার্থীদের তাঁর দেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে আগে বিশ্বের তাবড় স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। প্রতিশ্রুতি ছিল অন্যান্য দেশের তরফেও। কিন্তু পাঁচ বছর পরে রোহিঙ্গাদের নিজের দেশে পাঠানোর বিষয়ে আর কারোরই খুব একটা উদ্যোগ নেই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মামুদ। তাঁর কথায়, রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দিলে তাদের স্বার্থে ঘা পড়বে- সেই কারণেই ঢিলেঢালা মনোভাব বিভিন্ন সংগঠনের।

২০১৭ সালে মায়ানমারের সরকার এবং বৌদ্ধ মৌলবাদীদের অত্যাচারের শিকার হয় জন্মভূমি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় রোহিঙ্গারা। আশ্রয় নেন বাংলাদেশে। সেই সময় শেখ হাসিনা বলেছিলেন, আমি যদি আমার দেশের ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আমি আরো ১০ লক্ষ মানুষকে খাওয়াতে পারব।

সেই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রোহিঙ্গাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল। কূটনৈতিক আলোচনার মাধ্যমে শরণার্থীদের মায়ানমারে ফেরানোর বিষয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেভাবে আর কোনও সহযোগিতা চোখে পড়েনি। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরানোর ব্যাপারে একেবারেই সচেষ্ট নয়। হাছান মামুদের কথায় রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে দিয়ে থাকলে এনজিও গুলির লাভ এতে তাদের অর্থ সাহায্য সহ আধিকারিকদের অন্যান্য সুযোগ সুবিধা সুতরাং মায়ানমার সরকারকে চাপ দিয়ে রুটিন কাদের দেশের ফেরানোর বিষয়ে কোনো গঠনমূলক পদক্ষেপ করছে না তারা। তথ্যমন্ত্রীর অভিযোগ, মায়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হলে, তবেই তাঁরা শরণার্থীদের ফেরত পাঠাবেন। সামনে বাংলাদেশ নির্বাচন। রোহিঙ্গা ইস্যুতে শাসক বিরোধী দুই পক্ষের কাঈছে হাওয়া গরম করার মোক্ষম অস্ত্র।

Related articles

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

আজ পেট্রোল-ডিজেলের দাম২৩ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে...

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...
Exit mobile version