Friday, May 23, 2025

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

Date:

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চাকরিহারাদের কর্মসূচি সংক্রান্ত মামলায় আদালত জানায়, শিক্ষকদের কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। দিনের পর দিন এটা চলতে দেওয়া যায় না। বিচারপতি ঘোষের মন্তব্য, “আপনাদের কর্মসূচির ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আপনাদের জায়গা কে দিয়েছেন? নিজেরাই ওখানে গিয়ে করছেন। সেন্ট্রাল পার্কে করুন। আপনাদের কর্মসূচি নিয়ে আমার কোনও বক্তব্য নেই। সাধারণ মানুষের জন্য আমাদের চিন্তা।” পাশাপাশি আন্দোলনকারীদের সেন্ট্রাল পার্কের সরে গিয়ে শর্তসাপেক্ষে নিজেদের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে আদালত।

মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)বলেন, বিকাশ ভবন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে করুণাময়ী অঞ্চলে। সেখানে যদি এত মানুষের জমায়েত চলতে থাকে খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে এবং ট্রাফিক সংক্রান্ত সমস্যা বাড়বে। তাছাড়া প্রতি দিন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা যাচ্ছেন। এটা চলতে পারে না। বাইরের লোক কেন যাবে? চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি আদালতে বলেন, ৫০-১০০ জন নিয়ে আন্দোলন হয় না। ৪০০-৫০০ জন লোক লাগে। কিন্তু আদালত তাতে আমল দেয়নি। নির্দেশ দেওয়া হয় ২০০ জনের বেশি লোককে নিয়ে জমায়েত করে আন্দোলন করা যাবে না। চাকরিহারাদের উদ্দেশে বিচারপতি বলেন, “ আন্দোলন নিয়ে আমার কোন বক্তব্য নেই। তবে সাধারণ মানুষের সমস্যা বরদাস্ত করা হবে না। ১০ জনের নাম পুলিশকে দিয়ে দিন। ১২ ঘণ্টা করে কর্মসূচি করুন। প্রয়োজনে অদল বদল করুন কিন্তু ২০০ জনের বেশি জমায়েত যেন না হয়।” একই সঙ্গে আদালত রাজ্যকে খাওয়ার জল, শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

 

Related articles

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে...
Exit mobile version