Tuesday, August 26, 2025

সোনার দোকানে ডাকাতি: আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

Date:

তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ তাঁর বিরুদ্ধেই চলছে ডাকাতির মামলা। ২০০৯ সালে আলিপুরদুয়ারের(Alipurduar) দুই সোনার দোকানে ডাকাতি মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি(BJP) সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।

২০০৯ সালে আলিপুরদুয়ারে দুই সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই মামলায় অভিযুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক। প্রথম ঘটনায় আই পি সি (IPC) ৪৫৭,৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু হয়। এবং দ্বিতীয় ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। হাইকোর্টের অনুমতি ক্রমে এই দুই মামলা আলিপুরদুয়ারের (Alipurduar) ট্রায়াল কোর্টে চলছে। এই ঘটনায় গত নভেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা।

এরপর গত ৭ ডিসেম্বরের মধ্যে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। আদালতের সেই নির্দেশের পর ১০ তারিখ নিশীথ নিজেই আলিপুরদুয়ার আদালতে যান। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন কর্মী, সমর্থক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আদালত চত্ত্বর ছিল নিরাপত্তা বলয়ে মোড়া। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেরিয়ে যান তিনি। এ বিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version