Friday, November 14, 2025

যোগীরাজ্যে পাথর ছুড়ে ভাঙা হল কলকাতা-হাওড়াগামী দুটি রাজধানী এক্সপ্রেসের ১৪টি জানালা

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হাত দিয়ে সদ্য উদ্বোধন হওয়া হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালুর পর একাধিকবার এলিট ক্লাস (Elite Class) এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিজেপি শুরুতে বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়েছিল। বাংলার নাম বদনাম করতে কুৎসা-মিথ্যাচারের পথ নিয়েছিল। কিন্তু রেল-ই তদন্ত করে জানিয়ে দেয়
বিহার হয়ে এনজেপি যাওয়ার সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে কিষানগঞ্জের কাছে। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। মুখ পোড়ে বিজেপির (BJP)।

এবার পাথর নিক্ষেপকারীদের নিশানায় হাওড়া ও শিয়ালদহগামী আরেক এলিট ক্লাসের ট্রেন রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। পাথরের আঘাতে রাজধানীর এক্সপ্রেসের ১৪টি জানালার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর (Mirzapur)। ওই ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের সহায়তায় ৪ যুবককে গ্রেফতার করেছে আরপিএফ (RPF)।

জানা গিয়েছে, প্রয়াগরাজ ডিভিশনের আরপিএফ সিসিটিভির ফুটেজ দেখে ৪ যুবককে গ্রেফতার করেছে। এক্ষেত্রেও পাথর নিক্ষেপকারীদের বয়স কম। অভিযুক্তদের সকলের বাড়ি মির্জাপুর জেলায়। অভিযুক্তদের নাম আকাশ চৌহান(২০), শিব গৌর(১৮), অভয় চৌহান(২০) ও গণেশ চৌহান(২০)। বিহারে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ৩ পাথর নিক্ষেপকারী পুলিশকে বলেছিল, মজা করেই তারা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছিল। এবার উত্তরপ্রদেশের ৪ যুবক জানাল আরও চমকে দেওয়ার মতো কথা। তারা জানিয়েছে স্নাপচ্যাট রিল ভিডিও তোলার জন্য তারা রাজধানী এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল।

আরপিএফ সূত্রে খবর, গত রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পাথর ছোড়ার ওই ঘটনায় হাওড়াগামী রাজধানী এক্সপ্রসের ৯টি কোচের ১২ জানালার ক্ষতি করা হয়। অন্যদিকে, শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসের ২টি জানলার ক্ষতি হয়। ওই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি।

 

 

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version