Saturday, November 29, 2025

ভিখারীকে খু*ন করে বিমা হাতানোর ‘মাস্টার প্ল্যান’ বানচাল! গ্রেফতার পুলিশ সহ মোট ৪

Date:

Share post:

মোটা টাকার বিমা (Insurance) করিয়ে এক ভিখারীকে খুনের অভিযোগ উঠল প্রতারক (Fraud) চক্রের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ডিসেম্বর (December) মাসে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায় (Telengana)। এদিকে ভিখারী হত্যার তদন্তে নেমে ঘটনায় চার অভিযুক্তকে (Accused) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন এক পুলিশকর্মীও (Police Constable)। পুলিশ সূত্রে খবর, গত ডিসেম্বর (December) মাসে এক ভিখারীকে জীবন বিমা করান বোরা শ্রীকান্ত নামে এক ব্যক্তি। এরপর বিমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাঁকে খুনের পরিকল্পনা করে বোরা।

এদিকে পরিকল্পনা মাফিক ভিখারীকে হত্যা করার জন্য সুপারি দেওয়া হয় পুলিশ হেড কনস্টেবল মোতিলাল এবং সতীশ আর সামান্না নামে এক ব্যক্তিকে। আর সেই মোতাবেক ভিখারীকে পিটিয়ে ও গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে পুলিশ ভিখারীর দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমে মূল পান্ডা বোরা শ্রীকান্ত, হেড কনস্টেবল মোতিলাল এবং অন্য দুজন সতীশ ও সামান্নাকে গ্রেফতার করে পুলিশ।

তেলেঙ্গানা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ভিখারী (Beggar) হত্যাকাণ্ডের মূলচক্রী বোরা শ্রীকান্ত প্রথমে নিজেকে নমিনি করে ভিখারীর নামে ৫০ লক্ষ টাকার একটি জীবন বিমা করান। এরপরই ভিখারীকে মেরে ফেলে বিমার টাকা হাতানোর ছক কষেন। তিনি ভিখারীকে মারতে সুপারি দেন এক পুলিশকর্মী সহ মোট তিনজনকে। সেই মোতাবেক ২২ ডিসেম্বর রাতে রাস্তা থেকে ওই ভিখারিকে একটি গাড়িতে তুলে প্রচুর মদ খাওয়ানো হয়। এরপর হকি স্টিক দিয়ে চলে বেধড়ক মারধর। এরপরই মারা যান ওই ব্যক্তি। পরে তাঁর দেহ রাস্তায় ফেলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর দেহের উপর দিয়ে কয়েকবার গাড়িও চালিয়ে দেওয়া হয় যাতে দুর্ঘটনার জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বিষয়টি প্রামানিত হয়। এরপরের দিন সকালে রাস্তা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি দেখেই পুলিশের সন্দেহ হয়। দেহটি ময়নাতদন্তের (Post Mortem) পর পুলিশ জানতে পারে, ভিখারীকে পিটিয়ে হত্যা করে গাড়ি চাপা দেওয়া হয়েছে। এরপরই আততায়ীদের ধরতে তদন্তে নামে পুলিশ।

ইতিমধ্যেই ওই ভিখারির বিমার অর্থ দাবি করে বিমা কোম্পানিতে যায় মূল অভিযুক্ত। তিনি জানান দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই ভিখারীর। এরপর বিষয়টি যাচাই করার জন্য পুলিশের দ্বারস্থ হয় বিমা কোম্পানি। কিন্তু সেটা তারা অভিযুক্তদের জানায়নি। এদিকে তদন্তে দেখা যায়, বিমার দাবিদাররা কোনওভাবেই ওই ভিখারির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। অন্যদিকে বোরাকে জেরা করে পুলিশ জানতে পারে, সে এই ষড়যন্ত্রের মূল চক্রী। এরপরই পুলিশ চারজনকে গ্রেফতার (Arrest) করে।

এদিকে বোরাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরা করে পুলিশ জানতে পারে, সে এই ষড়যন্ত্রের মূল চক্রী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের নাম জানতে পারে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত চারজনকেই। জেরায় প্রত্যেকেই হত্যার কথা স্বীকার করেছে।

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...