Thursday, August 21, 2025

আয়কর বিভাগের (Income Tax) নজরে এবার কলকাতা পুরসভার (KMC) মেয়র পারিষদ তথা ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববি (Amiruddin Bobby)। এবার তাঁর বাড়ি ও হোটেলে তল্লাশি অভিযান (Search Operation) আয়কর বিভাগের কর্তাদের। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বাড়ি ও হোটেলে ম্যারাথন তল্লাশির পরেও কোনও নগদ টাকা উদ্ধার হয়নি বলে খবর।

কলকাতার এজেসি বোস রোডে (AJC Bose Road) অবস্থিত আমিরুদ্দিন ববির বিলাসবহুল হোটেলটিতে বুধবার সকাল আটটা নাগাদ আয়কর দফতরের এক বিশাল দল হানা দেয়। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আয়কর দফতরের অভিযোগ, হিসাব বহিভূত বিপুল সম্পত্তির খবর পেয়েই এই অভিযান। তবে উপযুক্ত কোনও প্রমাণ না পেয়ে বিনা কারণে বেছে বেছে বিজেপি (BJP) বিরোধীদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে ম্যারাথন তল্লাশি চালালেও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ও হোটেল থেকে কিছুই উদ্ধার হয়নি বলে খবর। কিন্তু বিনা কারণে বিজেপির উস্কানিতে এভাবে যেকোনো সময় হেনস্থার বিষয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। উল্লেখ্য, ২০১০ সাল থেকে কাউন্সিলর (Councilor) হিসেবে কাজ করছেন। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। ইকবাল আহমেদ যখন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ছিলেন, সেই সময় আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

তবে এই আয়কর হানার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন এই তৃণমূল নেতা। সরাসরি প্রকাশ্যে কিছু না বললেও আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আয়কর নিয়ে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি নিয়মিত আয়কর দেন। তাঁর হোটেল রয়েছে। রয়েছে একাধিক কর্মচারীও। তবে তিনি যা আয়কর দেন সেই হিসাব করলে তার কাছ থেকে যদি বিপুল টাকাও উদ্ধার হত সেক্ষেত্রেও কিছু বলার ছিল না। কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে বলে মত আমিরুদ্দিনের।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version