Sunday, November 9, 2025

কাউন্সিলরের হোটেল-বাড়ি রাতভর তল্লাশি, খালি হাতে ফিরল আয়কর বিভাগ

Date:

আয়কর বিভাগের (Income Tax) নজরে এবার কলকাতা পুরসভার (KMC) মেয়র পারিষদ তথা ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববি (Amiruddin Bobby)। এবার তাঁর বাড়ি ও হোটেলে তল্লাশি অভিযান (Search Operation) আয়কর বিভাগের কর্তাদের। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বাড়ি ও হোটেলে ম্যারাথন তল্লাশির পরেও কোনও নগদ টাকা উদ্ধার হয়নি বলে খবর।

কলকাতার এজেসি বোস রোডে (AJC Bose Road) অবস্থিত আমিরুদ্দিন ববির বিলাসবহুল হোটেলটিতে বুধবার সকাল আটটা নাগাদ আয়কর দফতরের এক বিশাল দল হানা দেয়। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আয়কর দফতরের অভিযোগ, হিসাব বহিভূত বিপুল সম্পত্তির খবর পেয়েই এই অভিযান। তবে উপযুক্ত কোনও প্রমাণ না পেয়ে বিনা কারণে বেছে বেছে বিজেপি (BJP) বিরোধীদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে ম্যারাথন তল্লাশি চালালেও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ও হোটেল থেকে কিছুই উদ্ধার হয়নি বলে খবর। কিন্তু বিনা কারণে বিজেপির উস্কানিতে এভাবে যেকোনো সময় হেনস্থার বিষয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। উল্লেখ্য, ২০১০ সাল থেকে কাউন্সিলর (Councilor) হিসেবে কাজ করছেন। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। ইকবাল আহমেদ যখন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ছিলেন, সেই সময় আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

তবে এই আয়কর হানার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন এই তৃণমূল নেতা। সরাসরি প্রকাশ্যে কিছু না বললেও আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আয়কর নিয়ে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি নিয়মিত আয়কর দেন। তাঁর হোটেল রয়েছে। রয়েছে একাধিক কর্মচারীও। তবে তিনি যা আয়কর দেন সেই হিসাব করলে তার কাছ থেকে যদি বিপুল টাকাও উদ্ধার হত সেক্ষেত্রেও কিছু বলার ছিল না। কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে বলে মত আমিরুদ্দিনের।

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version