Saturday, August 23, 2025

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব নোয়াম চমস্কি থেকে অমর্ত্য-কন্যা, হস্তক্ষেপ চেয়ে চিঠি রাষ্ট্রপতিকে

Date:

একের পর এক বিতর্ক। তাঁর কাজ নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ প্রবীণ আশ্রমিক থেকে শাসকদলের নেতৃত্ব, অধ্যাপক, পড়ুয়াদের। এবার বিশ্বভারতীর উপাচার্য (Vice-Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে সরব বিখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি (Noam Chomsky), নোবেল জয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) কন্যা অন্তরা দেব সেন (Antara Sen)। ভারত-সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৬১ জন শিক্ষাবিদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি লেখেন। অনলাইনে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে স্বাক্ষর অভিযানে সই করেছেন অমর্ত্য-কন্যা অন্তরাও।

৪ বছর উপাচার্য হিসেবে একাধিক অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়াকে সাসপেন্ড, বরখাস্ত করেছেন বিদ্যুৎ। এমনকী বিক্ষোভরত পড়ুয়াদের দিকে ঢিল ছুড়তে দেখা গিয়েছে তাঁকে। বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বারবার ছাত্র বিক্ষোভ উত্তাল হয়েছে বিশ্বভারতী চত্বর। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্য়ালয়ে অনৈতিক কাজ হচ্ছে বলে অভিযোগ। এমনকী, খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও নাকি বিভিন্ন বেনিয়মের সঙ্গে যুক্ত। যাঁরা প্রতিবাদ করছেন, প্রতিহিংসা নিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি! ঐতিহ্যবাহী পৌষমেলা, দোলোৎসবে পড়েছে কোপ। তাঁর ভূমিকা বিজেপি নেতার মতো বলে আক্রমণ করেছে রাজ্যের শাসকদল। এর আগে, বিশ্বভারতীতে নিয়োগে বেনিয়মে অভিযোগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চিঠি দিয়েছিলেন অর্থনীতির বিভাগের সুদীপ্ত ভট্টাচার্য। বিষয়টি উপাচার্যের নজরেও এনেছিলেন তিনি। তারপর? তদন্ত নয়, উলটে অভিযোগকারীকেই সাসপেন্ড করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই সাসপেশনকে অবৈধ বলে দাবি করে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেন বিশিষ্ট শিক্ষাবিদরা। নোয়াম চমস্কি ছাড়াও স্বাক্ষর করার তালিকায় রয়েছেন অমিত বাগচী, সবুজকলি সেন, সুনন্দ সেন, হরবংশ মুখিয়া, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন-সহ ২৬১জন দেশ-বিদেশের শিক্ষাবিদ।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version