সবসময় তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হলো না। রাজ্যে যখন জাঁকিয়ে পড়েছে শীত, তখন অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। নিজস্ব উদ্যোগে হরিপাল বিধানসভার বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিলেন।
বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিপাল বিধানসভার বিভিন্ন জায়গায় তিনি বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।
গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র, গরম চাদর ,কম্বল উপহার হিসেবে তুলে দেন। তার কাছ থেকে শীতের মরসুমে এই উপহার পেয়ে যারপরনাই খুশি সবাই।