Wednesday, November 12, 2025

ভারতের সাফল্যে খুশি নয় হলিউড, ‘নাটু নাটু’ নিয়ে উন্মাদনা নেই বিদেশী দর্শকের !

Date:

ভারতবর্ষের কাছে গর্বের মুহূর্ত ছিল যখন ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (80th Golden Globe Awards) মঞ্চে পুরস্কার পেল দক্ষিণী ছবি ‘আরআরআর’ (RRR)। সাফল্য এসেছে একটি গানের হাত ধরে যার নাম ‘নাটু নাটু’ (Natu Natu)। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (80th Golden Globe Awards) সঙ্গীত বিভাগে মনোনয়ন পেয়েছিল এস রাজামৌলী (S Rajamouli) পরিচালিত RRR সিনেমার এই গানটি। প্রতিযোগিতায় ছিল টেলর সুইফ্‌টের (Taylor Swift) কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার (Lady Gaga) কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্‌ট মি আপ’, গিয়েরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটিও। কিন্তু ব্রিটিশ ভূমিতে হাসি ফুটল ভারতীয় সিনেমার (Indian Cinema)। আর সেটাই মেনে নিতে পারছে না হলিউড। সেই কারণেই কি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা সঙ্গীতের পুরস্কার পেল, তখন উল্লাস বা উন্মাদনা তো অনেক দূরের কথা, সামান্য হাততালি দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না বেশির ভাগ দর্শক? সোশ্যাল মিডিয়ায় (Social media) সমালোচনার ঝড়।

২০২২ সালে ভারতীয় বিনোদন জগতে একগুচ্ছ দক্ষিণের সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এস রাজা মুভি পরিচালিত ‘আর আর আর ‘সিনেমা ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা যায় ভারতীয় দর্শকদের মধ্যে। এই চলচ্চিত্র রেকর্ড ব্যবসা করেছে। যে গানটি নিয়ে এত কথা সেই নাটু নাটু’ গানটিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-কে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ এবং কলা ভৈরব।৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গান এবং সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনীত হয়েছিল এস এস রাজামৌলির ছবি। ‘নাটু নাটু’ প্রথম ভারতীয় সিনেমার গান যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীতের পুরস্কার পেয়েছে। খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতজুড়ে শুভেচ্ছার বন্যা, বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। কিন্তু পুরস্কার মঞ্চে এ কেমন আচরণ? পুরস্কার মঞ্চে জয়ের মুহূর্তের ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেখানেই লক্ষ করা যায় হলিউডের প্রতিক্রিয়া। ভারতীয় ছবির গান সেরার সম্মান পাওয়ায় বিশ্বনাগরিকদের অধিকাংশই যে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি, তা স্পষ্ট দেখা গিয়েছে। সেরা হওয়ার দৌড়ে সকলকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’, সেটা কি মেনে নিতে পারছে না হলিউড? এইসব প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version