Friday, August 22, 2025

হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নে। অভিযোগের তির স্থানীয় খলিস্তানিদের বিরুদ্ধে। তবে শুধু হামলাই নয়, পরে ভারতবিরোধী স্লোগান লেখা হয় মন্দিরের দেওয়ালে। লেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগানও। স্থানীয় প্রশাসনের মতে, মেলবোর্নের এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে এক খলিস্তানি (Khalistani) জঙ্গির অনুগামীরা।

জানা গিয়েছে মঙ্গলবার মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে (Swaminarayan Temple) হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি জঙ্গি ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা।

মঙ্গলবার স্থানীয় বাসিন্দারাই সকালে উঠে মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান দেখতে পান। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, আমি সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গিয়েছে। খলিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছে, তা দেখে আমার ভয় লাগছে। পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা করেছে মন্দির কর্তৃপক্ষও।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মেলবোর্নের জনপ্রতিনিধি ইভান মুলহল্যান্ডও এই হামলার নিন্দা করেছেন। জানা গিয়েছে, ইতিমধ্যে মেলবোর্নের হিন্দুরা সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত বছর থেকেই অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে হামলা হচ্ছে, এই মর্মে পুলিশ ও সাংসদদের কাছে অভিযোগ জানানো হয়েছে।

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version