Saturday, November 15, 2025

মোদির ‘আত্মনির্ভর’ নামেই, ২০২২-এ রেকর্ড চিনা পণ্য আমদানি ভারতে

Date:

গালভরা ভাষণে আত্মনির্ভর ভারতের(Atmanirvar Bharat) কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চিনা(China) আগ্রাসনের বিরোধিতায় চিনের দ্রব্য বয়কটের বার্তা দেন বিজেপি(BJP) নেতারা। তবে কার্যক্ষেত্রে চিনা পণ্যের আমদানি কমানোতো দূরের কথা দিনের পর দিন চিনা দ্রব্যের আমদানি বেড়েই চলেছে ভারতে(India)। ২০২২ সালে ‘সস্তায় টেকসই’ চিনা পণ্যের আমদানি অতীতের সব রেকর্ড ভাঙল।

মোদি সরকারের রিপোর্ট বলছে, রেকর্ড গড়ে ২০২২ সালে দেশে চিনা পণ্যের আমদানি ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তথ্য বলছে ২০২১ সালে যেখানে চিনা পণ্যের আমদানি হয়েছিল ৯৭.৫ বিলিয়ন ডলার, ২০২২ সালে সেটা পৌঁছে গিয়েছে ১১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক বছরে পণ্য আমদানি বেড়েছে ২১ শতাংশ। এদিকে আমদানি যেমন বেড়েছে তেমন লাফিয়ে নেমেছে ভারত থেকে চিনে রফতানিকারি পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ভারত থেকে পণ্য রফতানির অঙ্কটা ছিল ২৮.১ বিলিয়ন ডলার। ২০২২ সালে সেটা কমে গিয়ে দাড়িয়েছে ১৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থাৎ পরিসঙ্খ্যানেই স্পষ্ট, সীমান্ত সংঘাতের জেরে যতই চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হোক বা আত্মনির্ভর ভারতের শ্লোগান উঠুক তাতে চিনা পণ্যের আমদানি তো কমছেই না বরং বেড়ে চলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত সরকার যখন বিদেশি পণ্য নির্ভরতা কমানো নিয়ে এত কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার (Make In India) মতো প্রকল্পের প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, তখন বিদেশি পণ্য বিশেষ করে এত চিনা পণ্য আমদানির প্রয়োজন পড়ছে কেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version