Sunday, August 24, 2025

মোদির ‘আত্মনির্ভর’ নামেই, ২০২২-এ রেকর্ড চিনা পণ্য আমদানি ভারতে

Date:

গালভরা ভাষণে আত্মনির্ভর ভারতের(Atmanirvar Bharat) কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চিনা(China) আগ্রাসনের বিরোধিতায় চিনের দ্রব্য বয়কটের বার্তা দেন বিজেপি(BJP) নেতারা। তবে কার্যক্ষেত্রে চিনা পণ্যের আমদানি কমানোতো দূরের কথা দিনের পর দিন চিনা দ্রব্যের আমদানি বেড়েই চলেছে ভারতে(India)। ২০২২ সালে ‘সস্তায় টেকসই’ চিনা পণ্যের আমদানি অতীতের সব রেকর্ড ভাঙল।

মোদি সরকারের রিপোর্ট বলছে, রেকর্ড গড়ে ২০২২ সালে দেশে চিনা পণ্যের আমদানি ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তথ্য বলছে ২০২১ সালে যেখানে চিনা পণ্যের আমদানি হয়েছিল ৯৭.৫ বিলিয়ন ডলার, ২০২২ সালে সেটা পৌঁছে গিয়েছে ১১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক বছরে পণ্য আমদানি বেড়েছে ২১ শতাংশ। এদিকে আমদানি যেমন বেড়েছে তেমন লাফিয়ে নেমেছে ভারত থেকে চিনে রফতানিকারি পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ভারত থেকে পণ্য রফতানির অঙ্কটা ছিল ২৮.১ বিলিয়ন ডলার। ২০২২ সালে সেটা কমে গিয়ে দাড়িয়েছে ১৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থাৎ পরিসঙ্খ্যানেই স্পষ্ট, সীমান্ত সংঘাতের জেরে যতই চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হোক বা আত্মনির্ভর ভারতের শ্লোগান উঠুক তাতে চিনা পণ্যের আমদানি তো কমছেই না বরং বেড়ে চলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত সরকার যখন বিদেশি পণ্য নির্ভরতা কমানো নিয়ে এত কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার (Make In India) মতো প্রকল্পের প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, তখন বিদেশি পণ্য বিশেষ করে এত চিনা পণ্য আমদানির প্রয়োজন পড়ছে কেন।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version