Monday, November 3, 2025

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। নদিয়ার (Nadia) বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গলের মাঠে সভা করবেন তিনি। নাড্ডার সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তবে শুধু সভাই নয়, বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে (Meeting) বসতে পারেন নাড্ডা।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই বিষয়টি মাথায় রেখেই দলের সর্বভারতীয় সভাপতিকে দিয়ে পঞ্চায়েত ভোটের (Campaign) প্রচার শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নাড্ডাকে দিয়ে নদীয়ার পাশাপাশি একই দিনে হুগলির (Hoogly) আরামবাগেও রাজনৈতিক সভা করানোর কথা ছিল। তবে চলতি মাসে জেপি নাড্ডার রাজনৈতিক সফরে আপাতত নদীয়ার বেথুয়াডহরিতেই একটি জনসভা হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের অনেক জায়গায় এখনও বুথ কমিটিই তৈরি করতে পারেনি বঙ্গ বিজেপি। সেই ইস্যুকে সামনে রেখেই বঙ্গ সফরে এসে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিতে পারেন সর্ব ভারতীয় সভাপতি।

কিন্তু ভোটের আগে নাড্ডার এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে ভোট এলেই দিল্লি থেকে অতিথিরা এসে প্রচারে ঝাঁপিয়ে পড়েন। আর ভোট শেষ হলে তাঁদের টিকিও দেখতে পাওয়া যায় না। তবে এসব সভা করে লাভের লাভ কিছুই হবে না। সাধারণ মানুষ সবই দেখছেন ভোটবাক্সে তাঁরা যোগ্য জবাব দেবেন।

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version