Thursday, August 21, 2025

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। নদিয়ার (Nadia) বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গলের মাঠে সভা করবেন তিনি। নাড্ডার সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তবে শুধু সভাই নয়, বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে (Meeting) বসতে পারেন নাড্ডা।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই বিষয়টি মাথায় রেখেই দলের সর্বভারতীয় সভাপতিকে দিয়ে পঞ্চায়েত ভোটের (Campaign) প্রচার শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নাড্ডাকে দিয়ে নদীয়ার পাশাপাশি একই দিনে হুগলির (Hoogly) আরামবাগেও রাজনৈতিক সভা করানোর কথা ছিল। তবে চলতি মাসে জেপি নাড্ডার রাজনৈতিক সফরে আপাতত নদীয়ার বেথুয়াডহরিতেই একটি জনসভা হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের অনেক জায়গায় এখনও বুথ কমিটিই তৈরি করতে পারেনি বঙ্গ বিজেপি। সেই ইস্যুকে সামনে রেখেই বঙ্গ সফরে এসে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিতে পারেন সর্ব ভারতীয় সভাপতি।

কিন্তু ভোটের আগে নাড্ডার এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে ভোট এলেই দিল্লি থেকে অতিথিরা এসে প্রচারে ঝাঁপিয়ে পড়েন। আর ভোট শেষ হলে তাঁদের টিকিও দেখতে পাওয়া যায় না। তবে এসব সভা করে লাভের লাভ কিছুই হবে না। সাধারণ মানুষ সবই দেখছেন ভোটবাক্সে তাঁরা যোগ্য জবাব দেবেন।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version