Wednesday, August 27, 2025

যাত্রীদের মনোরঞ্জনে এবার বড় উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো(Kolkata Metro)। মেট্রো যাত্রাকে আর উপভোগ্য করে তুলতে মেট্রোতে বসতে চলেছে এলইডি টিভি। যার ফলে যাত্রীরা যাত্রাপথে সিনেমা থেকে গান, জনপ্রিয় গেম শো, খবর এমনকী গুরুত্বপূর্ণ ঘোষণাও দেখতে পাবেন। এতদিন মেট্রো স্টেশনেই যাত্রীদের মনোরঞ্জনের জন্য ছিল টিভির ব্যবস্থা। এবার মেট্রোর কোচেও মিলতে চলেছে সেই ব্যবস্থা।

শুক্রবার মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই মেট্রোর সমস্ত এসি রেকে বসবে এলইডি টিভি। যেখানে খবর থেকে বিনোদন সবই দেখতে পাবেন যাত্রীরা। থাকবে গুরুত্বপূর্ণ ঘোষণাও। এতদিন মেট্রোতে শুধুমাত্র ঘোষণা শুনতে পেতেন যাত্রীরা। এবার টিভির পর্দায় দেখতেও পাবেন ট্রেনের ভিতরে বসে। একদিকে দ্রুত যাত্রা অন্যদিকে বিনামূল্যে মনোরঞ্জন—দুয়ের মিশেল ঘটাতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রত্যেকটি ট্রেনের কোচে দু’টি করে এলইডি বসবে।

মেট্রো সূত্রের খবর, আজই একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। এমনকী মেট্রো রেল ভবনে দু’‌পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। এই বিষয়টি সম্পন্ন হয়ে গেলে টিকিট বিক্রি ছাড়াও অতিরিক্ত আয়ের মুখ দেখা সম্ভব হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। গোটা বিষয়টি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ টিভি ইনস্টল হয়ে যাবে। তারপরই চলতি মাসেই সাধারণতন্ত্র দিবসে মেট্রোর যাত্রীরা সফর করার সময় এই পরিষেবা পাবেন। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে পাবেন মেট্রোর ভিতরেও।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version