Thursday, May 15, 2025

আজ সন্ধ্যায় গঙ্গাসাগরে শুরু পুণ্যস্নান, সমাগমের নিরিখে ভাঙতে চলেছে অতীতের সব রেকর্ড

Date:

আজ, শনিবার সাগরে (Gangasagar) পুণ্যস্নান। এদিন সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের (Holy Bath) পুণ্যলগ্ন। চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। মকরস্নানের জন্য বিপুল মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। শেষদিনে ভিড় আরও বাড়ছে। ভক্ত সমাগমের নিরিখে মনে করা হচ্ছে, এবার গঙ্গাসাগর মেলার ইতিহাস সর্বকালীন রেকর্ড (New Record in Gangasagar) তৈরি হবে। রবিবার সারাদিন স্নান করতে পারবেন পুণ্যার্থীরা। তবে এবার সংক্রান্তিতে রাতেও পুণ্যলগ্ন রয়েছে, তাই বাড়তি সতর্ক প্রশাসন।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) বলেন, ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। আগামী দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন।

সতর্কতামূলক ব্যবস্থা প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত ৩৩টি হাইমাস্ট আলো এবং ৯০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। মেলার প্রস্তুতির কথা বলার পাশাপাশি ভিড় নিয়ে পরিসংখ্যানও তাঁরা তুলে ধরেন তিনি। বাড়ি বসে অনেকে সাগরমেলা দেখেছেন। মন্ত্রীর কথায়, এদিন বিকেল পর্যন্ত ই-দর্শন করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। ই-স্নানের অনলাইন অর্ডার এসেছে ১ হাজার ৮৩৪টি। অনলাইনে পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার ভক্ত।

এবারের সাগরমেলায় জেলা প্রশাসনের নতুন উদ্যোগ—বন্ধন। পুণ্যার্থীদের ছবি সহ রাজ্য সরকারের ধন্যবাদজ্ঞাপন সার্টিফিকেট প্রদানের কর্মসূচি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। বাবুঘাট এবং গঙ্গাসাগর মিলিয়ে ৩৫টি কাউন্টার থেকে এখনও পর্যন্ত তা সংগ্রহ করেছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৫০ জন।

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...
Exit mobile version