Friday, November 14, 2025

রাজ্যের টাকা বন্ধের নয়া কৌশল, মিড-ডে মিলের হিসেব নিতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

Date:

বাংলার বিজেপি (BJP) নেতৃত্ব তৃণমূল সরকারের (TMC) সমালোচনায় এতটাই মত্ত, যে একের পর এক চিঠি লিখে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বাংলায় আনার চেষ্টা করেছেন তাঁরা। সেই ঘটনার জেরেই ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এবার টার্গেট মিড ডে মিল (Mid Day Meal)। প্রধানমন্ত্রী শক্তি মিশনের অন্তর্গত এই প্রকল্পে কত খরচ হচ্ছে তার হিসেব চাইতে জানুয়ারিতেই রাজ্যে কেন্দ্রীয় দল(Central Team)। ইতিমধ্যেই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের তরফে ২০ জানুয়ারি তারিখটি ঠিক করা হলেও রাজ্য (Government of West Bengal) সম্মতি দিলে তবেই অফিসিয়ালি এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে বলে খবর।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বারবার কেন্দ্রের টাকা যাতে পশ্চিমবঙ্গ সরকার না পায় সেই নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানিয়েছেন যে কেন্দ্র থেকে প্রাপ্য টাকা না মেলায় একাধিক প্রকল্প আটকে রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করার জন্যই বাংলার মানুষের কথা না ভেবে, একের পর এক প্রকল্পের বরাদ্দ আটকে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি সরকার। মিড ডে মিলের জন্য যে সামান্য টাকা কেন্দ্র দেয় তাতে পড়ুয়াদের পেট ভরা খাবার দিতে সমস্যায় পড়েন মিড ডে মিলের কর্মী ও আধিকারিকরা। এবার সেই টাকাতেও কোপ বসাতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মিড-ডে মিলের খাবারের গুণগত মান পরীক্ষা করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। পুষ্টি বিশারদ, চিকিৎসক, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক হবে।সরেজমিনে পরিদর্শন করবে প্রতিনিধি দল। ইতিমধ্যেই গোটা বিষয়ের উল্লেখ করে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version