Monday, November 10, 2025

প্রিমিয়ার লিগে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে এরিক টেন হ্যাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারালেন মার্কাস র‍্যাশফোর্ডরা। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যানইউ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ৬০ মিনিটে জাক গ্রিলিশের করা গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। কিন্তু ৭৮ থেকে ৮২ মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় ম্যানইউ। শুরু থেকেই ম্যাচের লাগাম ছিল ম্যান সিটির দখলে।

যদিও প্রথম সুযোগ এসেছিল ম্যান ইউয়ের সামনে। ১২ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে ফাঁকাও বল পেয়েও গোল করতে পারেননি ব্রুনো ফার্নান্ডেজ। ৩৮ মিনিটে ফের সহজ সুযোগ হাতছাড়া করেন র‍্যাশফোর্ড। বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ম্যান ইউকে চেপে ধরেছিল ম্যান সিটি। ৬০ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা গ্রিলিশ। কাসেমিরোকে বোকা বানিয়ে তাঁকে বল বাড়িয়েছিলেন কেভিন ডি’ব্রুইন। গোল করতে ভুল করেননি গ্রিলিশ। তবে ৭৮ মিনিটে সেই গোল শোধ করে দেন ব্রুনো। তবে সেই সময় র‍্যাশফোর্ড অফসাইডে ছিলেন বলে পতাকা তুলেছিলেন সহকারী রেফারি। কিন্তু র‍্যাশফোর্ড যেহেতু বল ধরেননি, তাই অফসাইড বাতিল করে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ৮২ মিনিটে সেই র‍্যাশফোর্ডের গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে ম্যান ইউ। ম্যাচের পর অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে তোপ দেগেছেন পেপ গুয়ার্দিওলা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version