বিতর্ক থাকলেও উন্মাদনার কথা অস্বীকার করতে পারছেন না এসআরকে বিরোধীরাও। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘পাঠান’ এর ট্রেলার রীতিমতো ট্রেন্ডিং । আর এবার সেই ট্রেলার দেখানো হল দুবাইয়ের বুর্জ খলিফায়।

বলিউডের কিং খানের অসংখ্য ফ্যানক্লাবের অন্যতম ‘এসআরকে ইউনিভার্স’ ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছে। ওই দলের তরফে ছবির মুক্তির দিনে দেশজুড়ে ২০০টিরও বেশি স্থানে ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। তবে দুবাই বরাবরই বাদশার প্রেমে পাগল। অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাই কিং খানকে নিয়ে মাতামাতির দেখা মিলল সেখানে। পাঁচ বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনের উদযাপনেও সামিল হল বুর্জ খলিফা।১৪ জানুয়ারি রাতে বিশ্বের অন্যতম সুউচ্চ বিল্ডিংয়ে প্রদর্শিত হল ‘পাঠান’ (Pathaan)-এর ট্রেলার।