Friday, December 5, 2025

বছরের প্রথম এল ক্লাসিকোতে জয় বার্সেলোনার, উচ্ছসিত জাভি

Date:

Share post:

বছরের প্রথম এল ক্লাসিকোতে জয় বার্সেলোনার। রবিবার সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম‍্যাচে করিম বেঞ্জিমাদের ৩-১ গোলে হারায় লেওয়নডস্কিরা। এল ক্লাসিকোয় এক পেশে জয় বার্সেলোনায়। বার্সেলোনার ১৮ বছরের তরুণ গাবির কাছেই কার্যত হার রিয়াল মাদ্রিদের। আর এই জয়ে উচ্ছসিত বার্সা কোচ জাভি। বার্সিলোনার কোচ হওয়ার পর প্রথম খেতাব জিতলেন জাভি।

ম‍্যাচ শেষে জাভি বলেন,” যেভাবে আমরা খেলেছি, তাতে আমি খুবই নিশ্চিন্ত। এর থেকে পরিষ্কার যে জয় আমাদের শক্তি বাড়ায়, এছাড়া আমরা আত্মবিশ্বাস পাব। আমরা বল হারাইনি এবং মিডফিল্ডাররা নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। আমরা ভালো খেলেছি, তবে আমি খুশি ফুটবলারদের জন্য, কারণ তারা অন্যায্য সমালোচনা হজম করেছে এবং একাধিক ফুটবলার নিজেদের মুক্ত করেছে। এটি মাদ্রিদের বিরুদ্ধে খেতাব জয় এবং আমরা অত্যন্ত গর্বিত। লিওনেল মেসির এর বিদায় হজম করা কঠিন ছিল। কিন্তু আমরা একটি দল তৈরি করছি।”

রিয়াল মাদ্রিদকে হারানোয় মনে শান্তি পেয়েছেন বলে জানান জাভি। এই নিয়ে তিনি বলেন,” আমি খুশি। মনের শান্তি মিলেছে। আমায় নিজের কাজ চালিয়ে যেতে হবে। যদি আমরা মাদ্রিদের বিরুদ্ধে এমনটা করতে পারি, তাহলে আমরা বাকিদের বিরুদ্ধেও এমনটা করতে পারব। এর ফলে মনে শান্তি পেয়েছি। এটি আমার কাছে সারাজীবন থেকে যাবে। আশা করছি এটিই আমার শেষ নয়।”

এদিকে বার্সার কাছে হেরে হতাশ রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি। এই ম্যাচে হারের জন্য দলের একাধিক ভুল দায়ী, সেটি স্বীকার করলেন রিয়াল কোচ ।

ম‍্যাচ শেষ আনসেলোত্তি বলেন,” আমরা ম্যাচটি হেরেছি কারণ আমরা অনেক ভুল করেছি। মানসিকতার সমস্যা নয়, ব্যক্তিগত কিছু ভুল হয়েছে। আমরা প্রথমার্ধে ২৫ বার বল হারিয়েছি, একাধিক ডুয়েলে পরাস্ত হয়েছি, আমরা ওয়ান-অন-ওয়ান জিততে পারিনি, আমরা পরাস্ত হয়েছি ফিরে আসতে গিয়ে। একবার বার্সিলোনা যখন এগিয়ে গিয়েছে, যেমন এই ধরণের ম্যাচে হয়ে থাকে, তখন ফিরে আসা কঠিন হয়ে পড়ে। মরশুমের শুরুতে লা লিগার ম্যাচে, আমরা প্রথমে গোল করি আর তারপর বার্সিলোনার পক্ষে কাজটা কঠিন হয়ে পড়ে। এই ম্যাচে, আমরা প্রচুর ভুল করি আর বার্সিলোনা অনেক ভালো খেলেছে। ফুটবলাররা জানেন যে এই ভুলগুলি এড়িয়ে যাওয়া যেত।”

আরও পড়ুন:শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনা শুরু রোহিতের

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...