Tuesday, August 26, 2025

রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযান, কলকাতা প্রেস ক্লাবে টিকাকরণ শিবির

Date:

রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার (Measles and Rubella) বিশেষ টিকাকরণ অভিযান। সোমবার, কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) শহরের সাংবাদিকদের পরিবারের শিশু-কিশোরদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। ন মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। এদিন, কলকাতা প্রেস ক্লাবের ওই শিবিরে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী অধিকর্তা ডাঃ পার্থ দে (Patha De) জানিয়েছেন, কলকাতায় মোট ১১ লক্ষ ছেলে মেয়েকে হাম ও রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধেয় প্রথম সপ্তাহের রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যে শহরে ৬০ হাজারের বেশি ছেলেমেয়ে এই টিকা নিয়েছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই কর্মসূচির প্রথম সপ্তাহে মূলত বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের টিকাকরণের আওতায় আনা হয়েছে।

চলতি সপ্তাহ থেকে টিকাকরণে আরো গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিকা নেওয়ার উপযুক্ত একটি শিশু যেন টিকাকরণের আওতার বাইরে না থাকে তার জন্য রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করছে। স্কুল ছুট এবং ফুটপাতবাসী শিশুদের হাম রুবেলা টিকাকরণের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি লেডি ডাফরিন হাসপাতাল, অবিনাশ দত্ত হাসপাতাল, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল,চিত্তরঞ্জন সেবা সদনে স্থানীয় শিশু বিশেষ করে পথ শিশুদের টিকাকরণের কাজ চলছে। এর পাশাপাশি প্রতি বুধবার কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলিতে হাম ও রুবেলার টিকা দেওয়া হচ্ছে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আরও এক দফা বিশেষ টিকাকরণ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ দে।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, দিলেন সবাইকে নিয়ে ভালো থাকার টিপস্

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version