Wednesday, August 27, 2025

রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযান, কলকাতা প্রেস ক্লাবে টিকাকরণ শিবির

Date:

রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার (Measles and Rubella) বিশেষ টিকাকরণ অভিযান। সোমবার, কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) শহরের সাংবাদিকদের পরিবারের শিশু-কিশোরদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। ন মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। এদিন, কলকাতা প্রেস ক্লাবের ওই শিবিরে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী অধিকর্তা ডাঃ পার্থ দে (Patha De) জানিয়েছেন, কলকাতায় মোট ১১ লক্ষ ছেলে মেয়েকে হাম ও রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধেয় প্রথম সপ্তাহের রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যে শহরে ৬০ হাজারের বেশি ছেলেমেয়ে এই টিকা নিয়েছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই কর্মসূচির প্রথম সপ্তাহে মূলত বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের টিকাকরণের আওতায় আনা হয়েছে।

চলতি সপ্তাহ থেকে টিকাকরণে আরো গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিকা নেওয়ার উপযুক্ত একটি শিশু যেন টিকাকরণের আওতার বাইরে না থাকে তার জন্য রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করছে। স্কুল ছুট এবং ফুটপাতবাসী শিশুদের হাম রুবেলা টিকাকরণের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি লেডি ডাফরিন হাসপাতাল, অবিনাশ দত্ত হাসপাতাল, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল,চিত্তরঞ্জন সেবা সদনে স্থানীয় শিশু বিশেষ করে পথ শিশুদের টিকাকরণের কাজ চলছে। এর পাশাপাশি প্রতি বুধবার কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলিতে হাম ও রুবেলার টিকা দেওয়া হচ্ছে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আরও এক দফা বিশেষ টিকাকরণ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ দে।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, দিলেন সবাইকে নিয়ে ভালো থাকার টিপস্

 

Related articles

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৭ অগাস্ট (বুধবার) ২০২৫১ গ্রাম               ১০ গ্রামপাকা সোনার বাট     ১০১১৫...
Exit mobile version