Monday, November 10, 2025

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ! কাঁকিনাড়ায় বিডিও অফিসে বিক্ষোভ সিপিএমের  

Date:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Prime Minister Awas Yojna) দুর্নীতির অভিযোগ। সোমবার কাঁকিনাড়ায় (Kankinara) বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বাম কর্মী সমর্থকরা (CPIM)। তবে এদিন পুলিশ বিডিও অফিসে (BDO Office) কর্মী সমর্থকদের গেটের সামনে বাধা দিলে শুরু হয়ে যায় বচসা ও ধস্তাধস্তি। পরে বিডিও অফিসের গেট জোর করে খুলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।

এদিন ব্যারাকপুর (Barrackpore) ১ নম্বর ব্লকে সিপিএমের পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়ের (Gargi Chatterjee) নেতৃত্বে ‘গ্রাম জাগাও, চোর তাড়াও’ কর্মসূচীর ডাক দিয়েছিল। আর সেকারণেই এদিন ব্যারাকপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সিপিএমের কর্মী-সমর্থকরা। আর ব্লক অফিসে ঢোকার চেষ্টা করলেই পুলিশ তাঁদের আটকে দেয় এবং বিডিও অফিসের গেট আটকে দেয়। ঘটনায় জখম হন সিপিএম নেত্রী।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে প্রথমে পুলিশ বাধা দিলেও পরে জোর করে গেট খুলে বিডিও অফিসে ঢুকে যান সিপিএম কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে (Police)। সিপিএমের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। শাসক দল ইচ্ছে করে যোগ্য মানুষদের প্রকল্প থেকে বঞ্চিত করছে। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিলে সামিল হন বাম কর্মী সমর্থকরা। তবে বেশকিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সিপিএম-এর অস্তিত্ব এখন বড় সংকটের মুখে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এসব কাজ করছে সিপিএম।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version