Wednesday, August 27, 2025

মুর্শিদাবাদে হাসপাতাল, অরিজিৎ সিংয়ের স্বপ্নপূরণে পাশে থাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

ফের মুর্শিদাবাদের ভূমিপুত্র কিংবদন্তি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরিজিৎ, আর সেই কাজেই শিল্পীকে রাজ্য সরকারের তরফে সমস্তরকম সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অরিজিৎ-এর মহৎ কাজের স্বপ্নকে বাস্তবায়িত করার কথা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সকলের প্রিয় অরিজিৎ মুর্শিদাবাদ জেলারই ছেলেৎ। খুব ভাল গান করেন। আজকে তিনি গোটা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছেন, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে করা হবে। যদি জঙ্গিপুরেও তুমি সেটা করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহঙ্কার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহঙ্কার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা ওর পাশে থেকে সহযোগিতা করব।” অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদিনও বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান অভিনীত সিনেমার জনপ্রিয় গান “রং দে তু মোহে গেরুয়া” দু’কলি গেয়ে শোনান অরিজিৎ। যা নিয়ে নোংরা রাজনীতি করেছিল বিজেপি। এদিন অরিজিৎ-এর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য সমস্ত রকমের সহযোগিতার ঘোষণা করে গেরুয়া শিবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’ নিয়ে প্রশ্ন রোমিলার, ‘মিথ্যা ইতিহাস’ লেখার পাল্টা অভিযোগ বিজেপির


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version