Sunday, November 9, 2025

মুর্শিদাবাদে হাসপাতাল, অরিজিৎ সিংয়ের স্বপ্নপূরণে পাশে থাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

ফের মুর্শিদাবাদের ভূমিপুত্র কিংবদন্তি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরিজিৎ, আর সেই কাজেই শিল্পীকে রাজ্য সরকারের তরফে সমস্তরকম সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অরিজিৎ-এর মহৎ কাজের স্বপ্নকে বাস্তবায়িত করার কথা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সকলের প্রিয় অরিজিৎ মুর্শিদাবাদ জেলারই ছেলেৎ। খুব ভাল গান করেন। আজকে তিনি গোটা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছেন, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে করা হবে। যদি জঙ্গিপুরেও তুমি সেটা করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহঙ্কার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহঙ্কার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা ওর পাশে থেকে সহযোগিতা করব।” অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদিনও বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান অভিনীত সিনেমার জনপ্রিয় গান “রং দে তু মোহে গেরুয়া” দু’কলি গেয়ে শোনান অরিজিৎ। যা নিয়ে নোংরা রাজনীতি করেছিল বিজেপি। এদিন অরিজিৎ-এর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য সমস্ত রকমের সহযোগিতার ঘোষণা করে গেরুয়া শিবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’ নিয়ে প্রশ্ন রোমিলার, ‘মিথ্যা ইতিহাস’ লেখার পাল্টা অভিযোগ বিজেপির


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version