আরও বিপাকে মানিক ভট্টাচার্য, ২ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তাঁর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরই মানিককে জরিমানা করে আদালত।

পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৫ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা দিতে হবে মানিককে।

হাই কোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তাঁর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরই মানিককে জরিমানা করে আদালত।

সোমবার ২০১৪-এর প্রাথমিক টেটের ফল নিয়ে একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানা করে তিনি বলেন, পর্ষদের সর্বোচ্চ পদে এমন একজন বসেছিলেন বলেই এই দুর্নীতি হয়েছে। ২০১৪ সালে টেট দিয়েছিলেন মালারানি পাল। কিন্তু আট বছরেও সেই পরীক্ষার ফল জানতে পারেননি তিনি। পরীক্ষার ফল জানতে না পেরে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।

আবেদনে তিনি বলেন, ২০১৪ সালের ফল জানতে না পারার কারণে ২০১৬ ও ২০২০ সালের টেট পরীক্ষায় বসতে পারেননি তিনি। এর ফলে তাঁর কেরিয়ারে ক্ষতি হয়েছে। মামলার রায়ে বিচারপতি বলেন, পরীক্ষা দিলে ফল জানাটা পরীক্ষার্থীদের অধিকার।  ১৫ দিনের মধ্যে মানিক ভট্টাচার্যকে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।