Sunday, November 16, 2025

হঠাৎ নবান্নে হাজির সৌরভ! মুখ্যমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট আলোচনা

Date:

সাগরদিঘি থেকে এসএসকেএম- সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি মুখ্যমন্ত্রীর। তার মধ্যে বিকেল চারটে নাগাদ নবান্নে হাজির BCCI-র প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হঠাৎই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যান মহারাজ। প্রায় ২০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। তবে, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে- তা নিয়ে কোনও পক্ষই সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেননি।

সোমবার সকালে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন তিনি। বিকেলে SSKM-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল মমতার। কিন্তু তার মধ্যেই সাগরদিঘি থেকে কলকাতায় ফিরে নবান্নে প্রাক্তন বিসিসিআই সভাপতির সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছন মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়? সূত্রের খবর, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন বলে শুধু জানান।

সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় ফের জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন মহারাজ? এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা হয়। মহারাজের বাড়িতে নৈশভোজে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জল্পনা ছড়ায়, বিজেপিতে নাম লেখাতে চলেছেন সৌরভ! যদিও রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছিলেন তিনি। তবে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে একাধিক অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন মহারাজ। তাঁকে বিসিসিআই-এর সভাপতি থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এবার নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎই নিয়ে ফের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version