‘দলে থাকলেও ওপেন করবেন না ইশান’, বললেন রোহিত

এদিকে লঙ্কানদের হারিয়ে এবার সামনে নিউজিল্যান্ড। এই সিরিজ নিয়ে রোহিত বলেন," একটা সিরিজের পরেই অন্য সিরিজ খেলা, আমাদের কাছে কঠিন কিছু নয়।

আগামিকাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। হায়দরাবাদে প্রথম একদিনের ম‍্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে আগামিকাল কিউয়িদের বিরুদ্ধে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচে নেই কে এল রাহুল। চোটের জন‍্য নেই শ্রেয়স আইয়র। তাই এই ম‍্যাচে কার্যত নিশ্চিত ইশান কিষান। তবে ইশান কিষান খেললে কোন অর্ডারে ব‍্যাট করতে নামবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মঙ্গলবার ম‍্যাচের আগের সেই প্রশ্নের উত্তর দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, ইশান মিডল-অর্ডারে ব্যাট করবে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, “ইশান মিডল-অর্ডারে ব্যাট করবে। আমি আনন্দিত যে ও বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। এরপরে ফের ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বড় রান পেতে পারে।”

এদিকে লঙ্কানদের হারিয়ে এবার সামনে নিউজিল্যান্ড। এই সিরিজ নিয়ে রোহিত বলেন,” একটা সিরিজের পরেই অন্য সিরিজ খেলা, আমাদের কাছে কঠিন কিছু নয়। আমরা কেবল একটি দল হিসাবে উন্নতি করে যেতে চাই। দুর্দান্ত বিরোধিতা, বড় চ্যালেঞ্জ, আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করতে পারি বেরিয়ে আসতে এবং দল হিসেবে আমরা যা করতে চাই তা অর্জন করতে। নিউজিল্যান্ড খুব ভালো দল।”