Friday, August 22, 2025

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি প্রান্তে বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে এবং তাঁদের নানা সমস্যার সমাধান করতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কর্মীরা। বাদ যাচ্ছেন না বিধায়ক- মন্ত্রীরাও। সেইমতোই জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)। আর সেই কাজেই তিনি পৌঁছে গেলেন কালিকাপুর-১ পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ায়। সেখানে থাকেন যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এবার তাঁর এলাকার বিধায়ক লাভলি। এবার তিনি পৌঁছে গেলেন দাপুটে বাম নেতার বাড়িতে।

মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্রে দলীয় কর্মসূচি পালন করছিলেন লাভলি মৈত্র। কালিকাপুর এলাকার কয়েকটি বাড়ি ঘুরে তৃণমূল বিধায়ক পৌঁছে যান সুজনের বাড়িতেও। যদিও বামনেতা তখন বাড়িতে ছিলেন না। মঙ্গলবার সুজন চক্রবর্তীর দাদা রতন চক্রবর্তী এবং তাঁর ভাই রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলি। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরই ফোনে লাভলি মৈত্রের সঙ্গে কথা হয় বাম নেতার । সেখানেই জানা যায় তৃণমূল বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সুজন চক্রবর্তী। ‘দিদির দূত’ লাভলি মৈত্র এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন । তাই তাঁর বিধানসভা এলাকায় যাঁদের বাস তাঁদের প্রত্যেকের বিষয়ে তিনি খোঁজ খবর নেন। সুজন চক্রবর্তী তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন বাম নেতার সেই আমন্ত্রণ রক্ষা করার।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version