নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়র

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড এক দিনের সিরিজ। কিউয়িদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

আগামিকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ। তার আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব‍্যাটার শ্রেয়স আইয়র। পিঠে চোটের কারনে ছিটকে গেলেন তিনি। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। শ্রেয়সের জায়গায় দলে এলেন রজত পতিদার।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হল যে, পিঠে চোট থাকার কারণে খেলতে পারবেন না শ্রেয়স আইয়র। তাঁর বদলে দলে নেওয়া হল রজত পতিদারকে। এই মুহূর্তে এনসিএতে রিহ‍্যাব করছেন শ্রেয়স।”

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড এক দিনের সিরিজ। কিউয়িদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আগামিকাল থেকে শুর একদিনের সিরিজ। প্রথম ম্যাচ হায়দরাবাদে। পরের ম্যাচ রায়পুরে, ২১ জানুয়ারি হবে সেই ম্যাচ। শেষ ম্যাচ ইন্দোরে, সেই ম‍্যাচ হবে ২৪ জানুয়ারি।